"পুরনো ঢাকার কুট্টি ভাষা শ্রনণে খুবই শ্রুতিমধুর। এই ভাষা সহজ-সরল আঙ্গিকে মনের ভাব প্রকাশ করে অত্যন্ত দ্রুত ও সহজিয়া ভঙ্গিতে। ফলে শ্রোয়ার মর্মে গেঁথে যায় যন্ত্রধ্বনির মতো। কিন্তু কালের প্রবাহে এই মধুর ভাষা হারিয়ে যাচ্ছে ক্রমশ। জনপ্রিয় ও শ্রুতিমধুর এই ভাষাকে কালের স্রোতে চিরকালের জন্য ধরে রাখতেই 'ঢাকাইয়া কুট্টি ভাষার অভিধান' প্রণয়ন করার প্রয়াস নেন মোশাররফ হোসেন ভূঞা। প্রায় দুই বছর কঠোর পরিশ্রম করে অভিধানটি প্রণয়ন করায় এই ভাষাটি বিলুপ্ত হওয়ার হাত থেকে রক্ষা পেল। এই দুরূহ কাজের জন্য সংকলক ও সম্পাদককে অকৃত্রিম অভিনন্দন জানাই।" মনি হায়দার