ধর্মসভায় যোগ দেয়ার প্রত্য ফল হিসেবে নিজেকে পাল্টে ফেলার সিদ্ধান্ত নিয়েছে দুর্ধর্ষ স্টেজডাকাত ফ্রাঙ্ক সেলজার। এরপর থেকে একজন সৎ ও পরিশ্রমী মানুষ হিসেবে বেঁচে থাকতে চায়। চায় নিজের জন্যে একটা র্যাঞ্চ; শান্ত, নিরিবিলি, কর্মমুখর একটি সংসার - আর একটা চমৎকার বউ! কিন্তু সে জন্যে দরকার আরও কিছু টাকার। শেষবারের মত পশ্চিমগামী ওভারল্যাণ্ড স্টেজকোচ ডাকাতি করে সে-টাকাটা জোগাড় করবার ইচ্ছে তার। কিন্তু অঘটনটা ঘটে গেল তখনই। দলের একজনের গুলি খেয়ে মারা গেল ইউএস মার্শাল পপ ম্যাক্সওয়েল। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ফ্রাঙ্কের। এখন ওর কল্পনায় মার্টা মে নামের এক অনিন্দ্য সুন্দরী, বাস্তবে নাছোড়বান্দা আইন, আর পেছনে বো ব্রিন নামের এক কূটিল শত্রু.
মাসুদ আনোয়ারের জন্ম ১ জানুয়ারি, ১৯৫৯ সালে (সন্দ্বীপ, চট্টগ্রাম)। বর্তমানে সাংবাদিকতার ও বার্তা বিভাগের অন্যান্য কাজের পাশাপাশি আমাদের জন্য লিখে যাচ্ছেন ওয়েস্টার্ন বই। সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তার বই এর সংখ্যা ১৫ ছাড়িয়ে গেছে বেশ আগে।