প্রকাশকের নিবেদন দ্বিতীয় মহাযুদ্ধের পরে বাংলা সাহিত্যে যাযাবরের অবির্ভাব একটি স্মরণীয় ঘটনা। লেখকের প্রথম বই 'দৃষ্টিপাত' প্রকাশিত হওয়া মাত্রই বাঙালী শিক্ষিত সমাজে যে আলোড়নের সৃষ্টি হইয়াছিল তাহা যেমন বিস্ময়কর তেমনি অভূতপূর্ব। সেকালের বিমুগ্ধ পাঠক সম্প্রদায়ের মধ্যে অনেকে আজও এই বই-এর অনেক লাইন, অনেক অংশ স্মৃতি হইতে উদ্ধৃত করিতে পারেন। বস্তুতঃ এক নতুন গদ্যরীতি ও অভিনব রচনা-শেলীর চমৎকারিত্বে 'দৃষ্টিপাত' বাংলা রম্যরচনার ক্ষেত্রে Trend-setter-পথিকৃতের আসন দখল করিয়া রহিয়াছে।
তাহার পরে বিভিন্ন সময়ের ব্যবধানে গ্রন্থকারের আরও চারখানা বই প্রকাশিত হইয়াছে। একখানা উপন্যাস ও একখানা ইতিহাসভিত্তিক রাজনৈতিক চিত্র। তৃতীয়টি স্যাটায়ার ও হিউমার জড়িত প্রবন্ধ সমষ্টি এবং চতুর্থ বইটি ছোট ও বড় গল্প সংগ্রহ। প্রত্যেকটি ভিন্ন স্বাদের। সংযুক্তি ও বিষয়বস্তু-form এবং content-এর দিক দিয়া প্রত্যেকটিই স্বতন্ত্র। জনৈক বিদগ্ধ সমালোচক বলিয়াছেন যে “অত্যন্ত পরিমিত লেখা এবং একই ধরনের লেখার পুনরাবৃত্তি না করা যাযবরের সাহিত্য-কর্মের একটি লক্ষণীয় বৈশিষ্ট।”
'যাযাবর অমনিবাস'-এ লেখকের এযাবত পুস্তকাকারে প্রকাশিত সমুদয় রচনা একত্র সংগৃহীত হইল। ইহা ছাড়া আরও কিছু লেখা সাময়িক, পত্র-পত্রিকার পৃষ্ঠায় বিক্ষিপ্ত রহিয়াছে। ভবিষ্যতে সেগুলি গ্রন্থাকারে মুদ্রিত হওয়ার পরে অমনিবাসের পরবর্তী মুদ্রণে সংযোজনের ইচ্ছা আছে। গ্রন্থাকারে প্রকাশের অনুক্রম অনুসারে বিভিন্ন গ্রন্থ অমনিবাসে সন্নিবিষ্ট হইল। সেই ক্রমান্বয় অনুযায়ী অমনিবাসে’র সর্ব প্রথমে 'দৃষ্টিপাত' ও সর্বশেষ 'হ্রস্ব ও দীর্ঘ' স্থান পাইয়াছে। বর্তমান গ্রন্থের শেষ অধ্যায় 'গ্রন্থ-পরিচিতি’তে প্রত্যেকটি বই-এর প্রথম প্রকাশকাল উল্লেখিত হইল।
বর্তমান সংস্করণে গ্রন্থকারের পরবর্তী রচনা ১৯৮৩ সালে প্রকাশিত 'যখন বৃষ্টি নামল' বইটি যোগ করা হইল। এই সংযোজনের ফলে অমনিবাস-এ সম্পূর্ণতা সাধন ও কলেবর বৃদ্ধি ঘটিল। পূর্বস্বরণিকাগুলির মুদ্রণ প্রমাদ এবং অন্যান্য বিচ্যুতিও যথাসাধ্য দূর করা হইল। বস্তুতঃ বর্তমান সংগ্রহটিকে শুধু পরিবর্ধিত নহে, পরিমার্জিত সংস্করণ বলা যাইতে পারে।
যাযাবর ছদ্মনামের আড়ালে থাকা মানুষটি বিনয় মুখোপাধ্যায় (Binoy Mukhopadyay, ? - ১৯৮৩)। তাঁর লিখিত বইগুলো হচ্ছে 'দৃষ্টিপাত', 'জনান্তিক', 'ঝিলম নদীর তীরে', 'লঘুকরণ', 'হ্রস্ব ও দীর্ঘ', 'যখন বৃষ্টি নামল'। এছাড়া স্বনামে লেখা দুটি বই হচ্ছে 'খেলার রাজা ক্রিকেট' ও 'মজার খেলা ক্রিকেট'।
এক কথায় অতুলনীয়। এমন সুন্দর শব্দচয়ন আর উপমা খুব কমই পাওয়া যায়। বইটি আসলে সাহিত্য রসের সাগর, পাঠক মাত্রই এই সাগরের কিনারে আসলে, মুগ্ধতায় ডুব দিতে বাধ্য।