What do you think?
Rate this book


64 pages, Hardcover
First published January 1, 1998
‘পদ্মাপাড়ের সামান্য একটা রেল কলোনি, তিনদিকে তাকে ঘিরে আছে ছোট ছোট গ্রাম, সেই কলোনির ছোট একটা স্কুল। সেই দূর ১৯৪৪-৪৫ সালে কতই-বা তার ছাত্রসংখ্যা হবে তখন, গ্রাম আর কলোনির ছেলেরা মিলে বড়োজোর দুশো-আড়াইশো।’
‘হ্যাঁ, বিজ্ঞান যিনি পড়াতেন আমাদের, তাঁর একটা ব্যক্তিগত নাম নিশ্চয়ই ছিল, কিন্তু ইশকুলসুদ্ধ সবাই তাঁকে বলতাম বি. এসসি. মাস্টারমশাই, কেননা মাস্টারমশাইদের মধ্যে একমাত্র তিনিই ছিল��ন বি. এসসি. পাশ। নাইটক্লাশের ভার ছিল তাঁর উপর। লম্বা একটা পাঁচ-ব্যাটারির টর্চ ছিল তাঁর, ক্লাস এইটের দলবল নিয়ে চলে যেতেন খেলার মাঠের দিকে, আকাশের তারা চেনাবার জন্য। হেডমাস্টারমশাই বলে দিয়েছেন, গ্রহ-নক্ষত্র অধ্যায়ের ক্লাস করতে হবে আকাশের নিচে দাঁড়িয়ে, ক্লাস ঘরের মধ্যে থেকে নয়।’
‘দাঙ্গায় দাঙ্গায় ক্ষতবিক্ষত হয়ে যায় সমাজ, রাজনীতির কূট খেলায় ভাগ হয়ে যায় দেশ, আনোয়ার বা নুরুলকে ছেড়ে অনেক দূরে চলে আসে অরুণ বা বিমল। শুধু হেডমাস্টারমশাই থেকে যান তাঁর ইশকুলে আরও কিছুদিন ভিন্ন সম্প্রদায়ের মধ্যে একেবারে একা, কেননা ভালবাসার ঘের দিয়ে তারা বেঁধে রেখেছে তাঁকে। বছরখানেক পরে তাঁর উদ্বেগকাতর আত্মীয়জনেরা যখন নিতান্ত জোর করেই নিয়ে আসে তাঁকে এপার-বাংলায়, ইস্কুলবাড়ি থেকে কয়েক মাইল দূরে তাঁকে মিছিল করে পৌঁছে দেয় স্টেশনে, জলভরা চোখে নিজেদের হাত থেকে রক্ত নিয়ে তারা লিখে দেয় অভিমানভরা বিদায়বানী। ভাষা বা মন যে বিশেষ কোনো সম্প্রদায়ের গণ্ডিবাঁধা নয়, আরও একবার সেটা বুঝিয়ে দেয় তারা।’
