আনন্দমেলা মানেই ছোটদের অনাবিল আনন্দ-রাজ্যে প্রবেশের চাবিকাঠি। কত ধরনের গল্পই না প্রকাশিত হয়েছে আনন্দমেলার পাতায়। এর আগে সেই সব গল্প থেকে সংকলিত হয়েছে আনন্দমেলা গল্পসংকলন, পূজাবার্ষিকী গল্পসংকলন, ভূতের গল্পসংকলন, রহস্য গল্পসংকলন। আর এই সংকলনগুলি একদিকে ছোটদের যেমন দিয়েছে আনন্দ তেমনি বড়রাও এই গল্পের মধ্য দিয়ে খুঁজে পেয়েছেন তাদের ফেলে আসা শৈশবকে। এবার প্রকাশিত হল প্রথম বর্ষের প্রথম সংখ্যা থেকে শুরু করে ৫ ফেব্রুয়ারি ২০১১ পর্যন্ত প্রকাশিত আনন্দমেলার থেকে সংকলিত নির্বাচিত হাসির গল্প। আর আনন্দমেলার হাসি মানেই শৈশবের বাঁধনখোলা হাসি। বড় হয়ে যখন প্রাণখোলা হাসির অভাব বোধ হয়, তখন এই আনন্দমেলার হাসিমজাই পারে টেনশন থেকে বের করে আনতে। সেই সঙ্গে রইল সেকাল আর একালের বিখ্যাত শিল্পীদের অলংকরণ।
Paulami Sengupta is the editor of three magazines in India; Anandamela the 35 years old popular children's magazine published in Bengali from Kolkata, India; Unish Kuri the teen magazine of Eastern India, and Anandalok,a very popular magazine on Film Industry.
৬৫টি গল্প। দেবাশীষ দেব-এর প্রচ্ছদ। আনন্দমেলায় মূল প্রকাশের সময় গল্পকে সঙ্গত দেওয়া অলঙ্করণ। শিবরাম চক্রবর্তী, আশাপূর্ণা দেবী, হিমানীশ গোস্বামী, থেকে শুরু করে এযুগের উল্লাস মল্লিক অবধি লেখকদের লেখা। কিন্তু সম্পাদক হিসেবে পৌলোমী সেনগুপ্তের নিদারুণ অক্ষমতার আরও একটি জ্বলন্ত নিদর্শন হয়েই এই বইটি শেষ অবধি আমার কাছে রইল। গল্প নির্বাচনের মাপকাঠি যে কী ছিল তা ঈশ্বর বা সম্পাদকই শুধু জানেন, কারণ আমি এই বিপুল সম্ভারের মধ্যে এমন গল্প খুবই কম পেলাম, যা প্রাণখোলা, বা নিদেনপক্ষে মুচকি হাসির জন্ম দেয়। তাছাড়া, ঠিক কী যুক্তিতে সৈকত মুখোপাধ্যায় এবং দোয়েল বন্দোপাধ্যায় লেখক নির্বাচনের সময় বাদ পড়লেন? শীর্ষেন্দু মুখোপাধ্যায়-এর ১২টি গল্প নেওয়ারই বা কী ব্যাখ্যা হতে পারে? দুলেন্দ্র ভৌমিকের গল্পগুলোকে "হাসির গল্প" হিসেবে চিহ্নিত করার সময় সম্পাদক কি অপ্রকৃতিস্থ ছিলেন? "ঘরের ছেলে ও মেয়েদের" গল্প না নিলে যদি এবিপি-র কিছু অসুবিধে হতোই, তাহলেও কি তাদের গল্প বাছার সময় একটু যত্নবান হওয়া যেত না? সব মিলিয়ে মূল্যায়ণ: ৩৫০ টাকা জলে ফেলার বাসনা থাকলে বইটি কিনুন। আর যদি সত্যিই প্রাণ খুলে হাসতে চান তবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়-এর, মুহম্মদ জাফর ইকবালের, বা প্রচেত গুপ্ত-র গল্প সংকলন নিয়ে বসে বা শুয়ে পড়ুন।
সুন্দর গল্প সংগ্রহ। এর মধ্যে বেশ কিছু গল্প পুরোনো আনন্দমেলাতে পড়েছি। সবচেয়ে ভালো লেগেছে দুলেন্দ্র ভৌমিক, তারাপদ রায়, সঞ্জীব চট্ট্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী'র গল্পগুলো। এছাড়া বিমল করের গল্পগুলোও ভালো। সবচেয়ে দুর্দান্ত ওপেনিং লাইন ছিলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের "চোর" গল্পটার। বইতে ব্যবহার করা ছবিগুলো দারুন। তবে মূল আনন্দমেলার পাতাতে এগুলো রঙিন ছিলো। পুরোনো সংখ্যাগুলো থেকে কিছু অজানা লেখকের ভালো হাসির গল্প বইতে রাখলে ভালো হতো।