কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।
রাজনীতিবিদ বাবাকে গ্যাঁড়াকলে ফেলবার জন্য মেয়ে তৈরি করে বসল ব্লু ফিল্ম। সেই ব্লু ফিল্ম আবার ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে পাঠিয়ে দিল বাবার ঠিকানায়। এবার দৃশ্যপটে রানার আগমন। তাকে ব্লু ফিল্মগুলো উদ্ধারের পাশাপাশি মেয়েটিকেও তার বাবার কাছে ফিরিয়ে আনতে হবে। শুরুতে রানার কাছে কাজটা যতটা সহজ বলে মনে হয়েছিল, ততটা সহজ আর থাকল না যখন দৃশ্যপটে আগমন ঘটল রুডলফ গুন্থারের। জেমস হ্যাডলি চেজের কাহিনী অবলম্বনে লেখা হলেও এবারের কাহিনী অতটা টান টান ছিল না। তারপরও পড়তে খুব একটা খারাপ লাগেনি।
ভারতের ভবিষ্যত প্রধানমন্ত্রী শংকরলালজী অর্থাৎ বাবাকে নিজের (শিখা শংকর—মেয়ে) নীলছবি তৈরি করে ব্লেকমেইল করতেছিল। তখন গল্পের মূল চরিত্র মাসুদ রানার দ্বারস্থ হয়ে এক থ্রিলিং মূহুর্তের মধ্য দিয়ে, ইতি টানল। ভালোই ছিল।
This entire review has been hidden because of spoilers.