কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।
রূপা চরিত্রটি অসম্ভব ভাল লেগেছে। একজন এজেন্টের এমনই হওয়া উচিৎ, ভাবাবেগবর্জিত। আবেগ থাকবে, তবে তা লুকানো থাকবে হৃদয়ের গহীনে। রূপা দেখামাত্র শ্যুট করতে পারে, যেটা রানা প্রায়শই করে না। না করেই নিজের বিপদ নিজে ডেকে আনে। সোহানার মত রানা নির্ভর, রানার প্রেমে হাবুডুবু খাওয়া প্রেমিকা টাইপ মেয়ে নয়। বরং পুরো বইতে রানার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। আশা করি, সিরিজের সামনের বইগুলোতে রূপাকে আবারও পাবো।