দুর্ধর্ষ এক বেদুইন সর্দারের ঘরে জন্ম নাফাজ মোহাম্মদের। নিজ গুনে আজ তিনি আমেরিকার সেরা তেল ব্যবসায়ী। একজন আরবের এই দোর্দণ্ড প্রতাপ কেন সহ্য হবে মার্কিন ধন-কুবেরদের? তাঁকে কাবু করতে হলে আঘাত হানতে হবে তাঁর সবচেয়ে দুর্বল জায়গায়। ধ্বংস করে দিতে হবে তাঁর আদরের সাগরকন্যাকে। ভাড়া করতে হবে তাঁর ভয়ঙ্করতম শত্রু জন হেকটরকে। কাজটা অন্যায় - কিন্তু পিছ-পা হলো না ওরা। কিন্তু ওরা কি জানত, এক ধিলে দুই পাখি মারতে চলেছে হেকটর? ওরা কি জানত, এই সাথে বাংলাদেশের এক বেয়াড়া যুবক মাসুদ রানাকেও এক হাত দেখে নিতে চাইছে সে? কী হতে চলেছে পরিণতিটা?
কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।
'সাগর কন্যা' কোনো কন্যা না ; বরং একটা ট্যাংকারের নাম। ধনকুবের নাফাজ মোহাম্মদের 'সাগর কন্যা' ও তার সত্যিকারের কন্যাকে আক্রমণ করে এক পাজি৷ তাকে শায়েস্তা করতে নামে মাসুদ রানা ও তার এক শিষ্য।