কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।
ছুটি কাটাতে গিয়ে নিতান্তই শখের বশে লেকের নিচে রানা আবিষ্কার করে ফেললো ডুবে থাকা এক এয়ারক্রাফটের। সেই এয়ারক্রাফটের ভেতরে মোট পাঁচটি কঙ্কালের মধ্যে চারটি বহু পুরোনো হলেও একটি মোটামুটি নতুন। গায়ে মাংস লেগে আছে। অর্থাৎ পঞ্চম ব্যক্তিটি এয়ারক্রাফট ক্রাশে মরেনি, অনেক পরে কেউ তাকে মেরে এখানে ফেলে রেখে গেছে। কেন?
মাসুদ রানার অনুসন্ধিৎসু মন খোঁজ পেলো রহস্যের, আর বরাবরের মতোই কেঁচো খুঁচতে গিয়ে বেরিয়ে পড়লো সাপ। মোটামুটি উপভোগ্য কাহিনী, তবে প্রতিপক্ষ বোরিং। পুরোনো কেউ, যাকে আমি সোহানার মতোই অপছন্দ করি। যার কর্মকাণ্ডে ভীতি জাগে না, উল্টো কমেডিয়ান বলে মনে হয়। নাম বললাম না, নাম বললে চাকরি থাকবে না! :D