কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।
এই বছরের প্রথম পড়া বই।গত বছর ১০০ টা বই পড়েছিলাম অথচ এই বছর বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার চাপে বই পড়ার নেশাটাই ছুটে গিয়েছিল প্রায়। অনেকদিন পর রানা দিয়ে বই পড়া শুরু। এই বইটা অনেকদিন ধরে পড়ার ইচ্ছা ছিল।মোটামুটি লেগেছে।
প্রাচীন আমলের রানা হলেও অ-রানা সুলভ অনেক কিছুই ছিল বইতে। উইলবার স্মিথের লেপার্ড হান্টস ইন দ্য ডার্কনেসের রূপান্তর করতে গিয়ে আসল রানার স্বাদ হারিয়েছে বইটায়। তবে ওভারঅল উপভোগ্য ছিল।
অগ্নিপুরুষের পরবর্তী গল্প। অগ্নিপুরুষের কিছু প্রশ্নের উত্তর এই গল্পে আছে। রানা এবং আফ্রিকা, বরাবরই কিছু উত্তেজক গল্প হয় এই জুটিকে নিয়ে। অন্ধকারে চিতাও ব্যতিক্রম নয়।