ঠিক একই ধরণের রেসকিউ মিশনে এর আগেও আরেকবার রানা গিয়েছিলো। অবশ্য শুরুতেই সে কথা উল্লেখ করা রয়েছে। তবে সেই মিশনের রেসকিউ টিমে বিশ্বাসঘাতক ছিলো। আর এবারের রেসকিউ টিমে রয়েছে রানার নিজেরই এজেন্সির দুই কর্মী নিয়াজ আর বিনয়। দুটো চরিত্রকেই বেশ পছন্দ হয়েছে। বিশেষ করে ওদের নিজেদের মধ্যে দুষ্টুমি করে করা মন্তব্যগুলো। দেখা যাক, সামনের পর্বে কি হয়...