কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।
প্রেমে কাতর রানাকে একদমই ভাল লাগেনি। ওয়াইল্ড জাস্টিস পড়লে হয়ত ভাল লাগত কিন্তু রানার এরকম চেহারা দেখতে ভীষণ বিরক্ত লেগেছে। প্রথম একশো পৃষ্ঠা দারুণ! প্লেন হাইজ্যাকিং-এর অংশটা খুবই উপভোগ্য ছিল। কিন্তু এরপর থেকেই কাহিনী ঢাল বেয়ে গড়িয়ে পড়েছে হুড়মুড় করে।
রানার একটা পরিপূর্ণ বই পড়লাম। একের পর এক টার্ন এবং ট্যুইস্টে ভরপুর একটা গল্প। এক গল্পের মধ্যেই কয়েকটা গল্পের প্লট আছে। একটানে পড়ে ফেলার মত বই। ভালো লেগেছে।