মুক্তিযুদ্ধের স্মৃতি। একেকজনের একেক রকমের স্মৃতি। পঁচিশে মার্চের কালো রাত থেকে ষোলোই ডিসেম্বরের উজ্জল ভোর পর্যন্ত ঘটে যাওয়া অযুত নিযুত ঘটনার স্মৃতি। মুক্তিযোদ্ধা, যুদ্ধের সংগঠক, রাজনীতিবিদ কিংবা সাংবাদিকের বুকের গভীরেই শুধু এক স্মৃতির বসতি নয়, বরং যারা সেদিন যুদ্ধ দেখেছেন, যারা অতিক্রম করেছেন ঐ দিনগুলো, তারা সকলেই এই স্মৃতির ধারক এবং বাহক। এমনই এক গর্বিত মুক্তিযোদ্ধা, নিজামউদ্দিন লস্কর তাঁর স্মৃতি থেকে যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন।