কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।
ফ্রেডরিখ ফরসাইথের পাঠকপ্রিয় উপন্যাস 'দ্য ফোর্থ প্রটোকল'-এর আ্যডাপশন হলো 'অন্ধ শিকারী'। আ্যকশন নেই, পুরোটা জুড়েই বুদ্ধির খেলা। বেশ গতিময় বই।
তখন শীতল যুদ্ধের যুগ। সোভিয়েত বনাম পশ্চিমাদের শত্রতা তুঙ্গে। এমন উত্তাল সময়ে সোভিয়েতের জেনারেল মাচিস্কো মাথা খাটিয়ে জটিল এক দুরভিসন্ধি আঁটলেন। ব্রিটেনের জাতীয় নির্বাচনে লেবার পার্টিকে জেতানো এবং লেবার পার্টির ক্ষমতাকে ব্যবহার করে খোদ ব্রিটেনসহ পুরো পশ্চিমাদের শায়েস্তা করার পরিকল্পনা করলেন জেনারেল মাচিস্কো। আর, প্রকল্প সফল করতে ব্যবহার করা হবে অল্পমাত্রার আণবিক বোমা। তাতে নিহত হবে কয়েক হাজার নিরীহ জনতা।
গিলটি মিয়ার এক চোর সাগরেদের কারণে ষড়যন্ত্রের খবর জেনে গেল রানা। এদিকে সোভিয়েতের এক মানবতাবাদী জেনারেলও এই পরিকল্পনাকে নস্যাৎ করতে হাত মেলালো রানার সাথে।
রানা নিশ্চয়ই সফল হবে। তবে, প্রতিপক্ষ শেষমুহূর্ত পর্যন্ত রানার চাইতে দু'কদম এগিয়ে ছিল। বেশ উপভোগ্য বইখানা।