What do you think?
Rate this book


250 pages, Hardcover
First published June 1, 1979
একটি বা দুটি খুন করার পর মানুষের চোখ ওরকম স্থির হয়ে আসে। তখন চোখের পাতার একটা ছায়া পড়ে মণিতে। আর সেখানে চোখের গভীরে ধিক ধিক করে একটা চোরা আলো।
কখনো-সখনো আমাদের প্রিয়জন চলে যায়, তার শূণ্য স্থানে অন্তরে চলে আসে দয়া, মায়া কিংবা বিস্তার।...ছেলে না থাকায় দুঃখই ছেলে হয়ে তার কাছে আছে।
কেবলই মনে হয় পারাপার জুড়ে শুয়ে আছে কর্ষিত ভূমি। তার হাতে বীজ।
বোধ হয় চিরকাল প্রকৃতির সঙ্গে মেয়েরা গোপন ষড়যন্ত্র করে আসছে_ঠকাচ্ছে পুরুষদের। তাদের যেটুকু দেওয়ার_সেইটুকু, সেই তুচ্ছ শরীরটুকু সামনে ছুঁড়ে দিয়ে গোপন করছে মূল্যবান কিছু। পুরুষেরাও এর বেশি মেয়েদের বোঝে না। কিন্তু সে কেবল অতৃপ্ত থেকে যায়।
দুঃখময় পৃথিবীতে মানুষ কত পুরোনো হয়ে গেল! তবু মানুষের জন্ম এখনো কী রোমাঞ্চকর!