মোহিত কামাল বাংলাদেশের একজন কথাসাহিত্যিক ও মনোশিক্ষাবিদ। শিশু সাহিত্য বিষয়ে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি ১৪১৮ বঙ্গাব্দে শিশু একাডেমি প্রদত্ত অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার এবং কথাসাহিত্যে অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
* নিজেকে যে সমালোচনা করতে পারে সে বুদ্ধিমান। * ইমোশনাল ইন্টেলিজেন্স। আবেগ কন্ট্রোল করতে না পারলে বুদ্ধির কোন দাম নেই।আবেগ বুদ্ধি ধারাল না হলে আইকিউ ধসে যায়। বিপর্যয় হানা দেয় মানব মনে। * সন্দেহ থাকলে ভালোবাসা জোরালো হয় না। * মনে হতাশা থাকলে ছোট কথা আসে, কস্ট থাকলে কথা বলতে ইচ্ছা করে না। * চাপে থাকলে মন এমনিতেই খারাপ থাকে। * গলার স্বর স্পস্ট,নার্ভাসনেস থাকবে না, স্বরে কোন জড়তা থাকবেনা,বোল্ডলি কথা বলতে হবে নতুনদের সাথে।স্পস্টবাদী। স্পস্ট শব্দ উচ্চারনের ভেতর দিয়ে সত্য প্রকট হয়। * প্রত্য্যদীপ্ত তারুণ্য প্রয়োজন সব ক্ষেত্রে। কাপুরুষতা মানাইয় না,মিনমিন স্বভাবও ভালো না। ভীরুতার স্থান নেই তারুণ্য, তারুণ্য হবে উজ্জ্বল, স্পস্ট, তেজোময়, সাহসি। * মনের সত্যটা বলতে হবে উদ্যত গলায়।বলার মধ্যে নোংরা কিছু থাকবে না।থাকবে সত্য অ সুন্দরের প্রকাশ। * পারস্পরিক বিশ্বাস না থাকলে বিরক্তি আসতে পারে , তেতো হয়ে উঠতে পারে মন। তেতো মনের বাঁধ্ন শক্ত হয় না, ঢিলে হইয়ে যেতে পারে গিটঁ। * ভুল বুঝলে শুধরে দিতে হয়।ঠিক হয়ে যাবে সব।খোলামেলা কথা বলতে হয়।শেয়ার করতে হবে। হারানোর ভয় থাকলে নিজের মনে সন্দেহপ্রাচির তৈরি হয়। * সংকটে ভেঙ্গে পড়লে চলবে না। জয় করতে হবে যেকোনো কঠিন বাস্তবতা। এই বোধে শক্ত হয়ে উঠবে মন। * যত জটিলতাই থাকুক না কেন, ছোট পথ জয় করা যায়।জয় করা সম্ভব। প্রয়োজন আবেগ নিয়ন্রন করা, প্রয়োজন বুদ্ধি ধারালো করা। * সন্দেহপ্রাচির তুলে দেয় দুজন মানুষের মধ্যে আড়াল। কেন এমন হয় মানুষ। কেন দেখে না ভেতরটা ভেতরের সৌন্দর্য খুঁজে পেতে দেরি হয় কেন মানুষের? * চাপ বাড়লে মনঃসংযোগ চলে যাবে। চেইন অব বোমা বিস্ফোরণ ঘটতে থাকবে ঘরে। * ভালোলাগা,কাছাকাছি থাকা,দেখা-সাক্ষাতের সুযোগ হলে একজনের জন্য আলোড়ন উঠতে পারে অন্যজনের মনে,মস্তিস্কে। স্বয়ংক্রিয়ভাবে ঘটে যেতে পারে বিপ্লব।সেখানে হাত থাকে না কারও। * সবার জীবনযাপনে শৃংখলা থাকলে কোনো টেনশন ছাড়াই পরিবারের সুখ টিকে থাকে। * স্বাভাবিক নিয়মের বাইরেও একটা নিয়ম আছে। সবকিছু নিয়মমতো চলে না। * মমতার সংসার।ভালোবাসার সংসার এর কথা ভাবতে হয়। স্বার্থপরের মতো কেবল নিজের আবেগের কথা ভাবতে হয় না। * সাহিত্য তখনই গভীরতর হয় যখন এতা প্রথম অনুভুতি,প্রথম অভিজ্ঞতা,প্রথম ধারণা, প্রথম অসন্তস্টিগুলো উপস্থাপন করতে পারে। * বই হচ্ছে চির যৌবনা। বুড়ো হয় না। ম্লান হয় না। *