হাঙ্গেরির দার্শনিক লুকাচের মত যতীন সরকারও মনে করেন - সংস্কৃতি হচ্ছে লক্ষ্য, রাজনীতি সেই লক্ষ্যে পোঁছানোর উপায়। কোন সন্দেহ নেই, সুস্থ রাজনৈতিক সংস্কৃতির ধারা এদেশে গড়ে ওঠেনি। তাই বলে এই ধারা কখনো তৈরি হবে না - এমন হতাশা পোষণের কোন যৌক্তিক কারণ নেই। দেশ সেরা সাংস্কৃিততাত্ত্বিক যতিন সরকার পাঁচ দশকেরও অধিককাল ধরে অসাধারণ পর্যবেক্ষণে স্পষ্ট করে তুলেছেন আমাদের সংস্কৃতি ও রাজনীতির গুরুত্বপূর্ণ পালাবদলকে। সমাজদেহের দুষ্ট ক্ষতগুলোকে চিহ্নিত করার পাশাপাশি উপশমের উপায়ও নির্দেশ করেছেন তিনি। বিনষ্ট রাজনীতি ও সংস্কৃতি শুধু প্রবন্ধ সংকলন নয়, একটি যুগের প্রতিচ্ছবিও।
সহজ সাবলীল, অগ্রসর কথামালা। মনে হয়েছে এ বই পারিবারিক বৈঠকে পড়ার মতো। কারো পরিবারে যদি পাঠচক্র বজায় থাকে, এ বই বেছে নেওয়া যায়। এখানে সবার জন্যে আছে দীক্ষার উপকরণ। যতীন সরকারের লেখায় একটা সরস আবেগী আদর্শবাদ থাকে। আমার ভালো লাগে।