পৃথিবীর ৫৭টি দেশ 'ইসলামী ঐক্য সংস্থা'র সদস্য, যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ট এবং এ সব দেশে মানবাধিকার ও সাম্প্রদায়িক পরিস্থিতি আদৌ সন্তোষজনক নয়। মুসলিম অধ্যুষিত অধিকাংশ দেশে মুসলমান-অমুসলমান কিংবা শিয়া-সুন্নি বিরোধ ও হানাহানি প্রায়ই ঘটছে। বাংলাদেশ ও পাকিস্তান সহ বহু মুসলিম অধ্যুষিত দেশে অমুসলমানরা কার্যত দ্বিতীয় শ্রেণির মানুষ হিসেবে বাস করছে। বিশ্বব্যাপী বিরাজমান সাম্প্রদায়িক সহিংসতার বাইরে কিছু দেশ আছে যেখানে বিভিন্ন ধর্ম-বর্ণ-জাতিসত্তার মানুষের বাস সত্ত্বেও কোন সাম্প্রদায়িক বিদ্বেষ ও হানাহানি নেই। মুসলিম অধ্যুষিত দেশগুলোর মধ্যে এশিয়া মাইনরের ক্ষুদ্র দেশ তাতারস্তান এক উজ্জ্বল উদাহরণ।
২০০৪ সালের মাঝামাঝি লেখকের সুযোগ হয়েছিল এই আলোকিত অথচ অনালোচিত দেশটি ভ্রমণের। লেখক তাঁর তাতারস্থান ভ্রমণের অভূতপূর্ব অভিজ্ঞতার কথা কাজান থেকে নিয়মিত লিখেছেন 'জনকন্ঠ' পত্রিকায়। এর বাইরেও গ্রন্থাকারে আরও নতুন অধ্যায় ও তথ্য সন্নিবেশিত হয়েছে।
Shahriar Kabir (in Bengali: শাহরিয়ার কবির) is a Bangladeshi journalist, filmmaker, human rights activist and author. His books focuses on human rights, communism, fundamentalism, history, juvenile and the Bangladesh war of independence.