ঔপনিবেশিক আধিপত্যের উন্মেষের সামগ্রিক প্রেক্ষাপটে রামকৃষ্ণ-ভক্তি এবং নবোন্মোচিত চাকর- ইজগৎকেন্দ্রিক এক বিশেষ সমাজস্তরের অন্তর্নিহিত টানাপোড়েন ও বিবর্তনকে স্পষ্ট করার অসামান্য কীর্তি এই গ্রন্থে সম্পন্ন। তারই সঙ্গে মধ্যবিত্ত বাঙালির সাংস্কৃতিক যুগচেতনা ও লিঙ্গধারণার বিবর্তনের ইতিহাসও উঠে আসে।