লীলা মজুমদার তাঁর অননুকরণীয় ভঙ্গিতে একবার লিখেছিলেন যে তাঁদের ছোটবেলায় গল্প মানে ছিল তিন রকমের: ভূতের গল্প, চোরের গল্প, আর বাঘের গল্প| আশির দশকেও পূজাবার্ষিকী পত্রিকাগুলোয় অন্তত একটা রোমহর্ষক উপাখ্যান থাকতই বাঘ, কুমির, বা শিকার নিয়ে| কিন্তু একে তো গত দুই দশকে জঙ্গল মোটামুটি সাফ হয়ে গেছে, তার ওপর শহরের জঙ্গলে আজকের ছোটরাও এমন সব অপরাধের সম্মুখীন হচ্ছে যা পশুদেরও লজ্জা দেবে| ফলে সুন্দরবন, এবং বাঘ বা কুমিরের গল্প আজ প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে| কিন্তু জনপ্রিয় শিশুসাহিত্যিক শিশির বিশ্বাস তাঁর "সন্দেশি" কলমে এই বই-এ আমাদের উপহার দিয়েছেন এক ঝাঁক রোমাঞ্চকর গল্প, যাদের মধ্যে রয়েছে টানটান উত্তেজনা, কল্পনাকেও হাড়-মানানো সত্যি ঘটনার বিবরণ, আর বাদাবনের মানুষের জীবনসংগ্রামের বৃত্তান্ত| গল্পগুলো হল: -
লেখার গুণে সুন্দরবন থেকে অনেক দূরে বসেও পাঠক চোখের সামনে হেতাল-গরানের জঙ্গল, ম্যানগ্রোভ আর কাদাভরা তীরে শুয়ে থাকা কুমির, আর গাছের সঙ্গে গা মিশিয়ে বসে থাকা দক্ষিণরায় কি বড়মিঁয়া-কে দেখতে পাবেন| মাত্র ৪৫ টাকা দামের এই বইটা যদি পান, তবে তক্ষুনি পড়ে ফেলুন|