চন্দ্রিল ভট্টাচার্য কে দেখলে বা ওনার নাম টা মাথায় এলে চটকরে সে কথাটা মাথায় আসে, আহা! যদি এমন করে বাংলাটা বলা যেত, কতোই না মজা হতো।
ওনার বক্তৃতা বা বিতর্কের মতোই লেখাও অসাধারণ, টেলিভিশন এর প্রোগ্রাম নিয়ে বিশেষ আগ্রহ থাকলে বেশ মজাই পাওয়া যাবে তবে আমি টিভি অনুষ্ঠান গুলো সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ থাকায় পূর্ণ স্বাদ আস্বাদন করতে পারি নি।