দুটো গল্প।
'রূপ' দৈর্ঘ্যে ছোট। শবর এবং গার্গী মিত্রের মাঝে একটি কথোপকথনকে ঘিরে এগোয় গল্প। কয়েকটি রহস্যময় মৃত্যু ঘিরে সন্দেহ দানা বাঁধে, সবকটি ক্ষেত্রেই যোগসূত্র হয়ে দাঁড়ায়, একটি বছরখানেক পুরনো বিতর্কিত বিউটি প্যাজেন্ট। লেখক 'রূপ' এবং 'মায়া' নিয়ে বেশ কিছু তাত্ত্বিক প্রশ্ন ওঠালেও, স্বল্পদৈর্ঘ্য গল্পটির উপভোগ্যতায় বাধা হয়ে দাঁড়ায়। গল্পে শবর থেকেও নেই। মন ভরলো না একেবারেই।
'মারীচ' গল্পের ছকটা বেশ চেনা। মূল চরিত্রের সঙ্গে 'প্রজাপতির মৃত্যু ও পুনর্জন্ম'-এর ভজন আচার্যের হালকা মিল খুজে পেলাম যেন। মোরালিটি এবং পরকিয়ার মাঝে স্পষ্ট সাসপেক্টকে ছাড়িয়ে শবরের সমান্তরাল ইনভেস্টিগেশন।
রহস্য গল্প হিসেবে ছিমছাম। আসামির পরিচয় বিরক্তিকর না হলেও, চিত্তাকর্ষক নয়। শবর আছে বটে, তবে লেখক তার অন্য দিকগুলো দেখাতে অক্ষম। বেশ কিছু উপন্যাসেই মনে হচ্ছে শবরের আরো কিছু দিক খতিয়ে দেখতে পারলে মন্দ হয় না। সাথে একটা রোমান্সের আভাসও দিলেন লেখক তবে সেটার মাঝে আখেরে গভীর কিছুই পাওয়া গেল না।
মোটের ওপর খারাপ নয়। একবার পড়ে দেখাই যায়।
সেপ্টেম্বর, ২০২০