'চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণকারীদের স্মৃতিকথা - কল্পনা দত্ত' বইটি ১৯৪৬ সালের জানুয়ারিতে ভারতের কমিউনিস্ট পার্টির বঙ্গীয় প্রাদেশিক কমিটি প্রথম প্রকাশ করে।
ইংরেজ আমলে নিষিদ্ধ বিভিন্ন বইয়ের সংকলন নিয়ে ১৯৯৭ সালের ১৫ই আগস্ট 'ইংরেজ শাসনে বাজেয়াপ্ত বই' নামক একটি গ্রন্থ প্রকাশ করে কলকাতার 'এশিয়া পাবলিশিং কোম্পানি'। 'চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণকারীদের স্মৃতিকথা' বইটি 'ইংরেজ শাসনে বাজেয়াপ্ত বই' থেকেই নেয়া হয়েছে।
এছাড়াও র্যাডিক্যাল, কলকাতা থেকে প্রকাশিত 'অগ্নিযুগ গ্রন্থমালা-১ : চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণকারীদের স্মৃতিকথা', কল্পনা দত্ত বইয়ের প্রথম র্যাডিক্যাল পরিবর্ধিত সংস্করণ থেকে অম্বিকা চক্রবর্তী, অনন্ত সিং, গণেশঘোষ, মণি দত্ত, স্বদেশ রায়, টেগরা ও শান্তি চক্রবর্তীর জীবনী থেকে নেয়া হয়েছে।
বইটির পরিশিষ্ট অংশ পূর্ণেন্দু দস্তিদারের 'স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম' ও 'শত বিপ্লবীর কথা' বই থেকে নেয়া হয়েছে।