এই উপন্যাসে বুদ্ধদেব গুহ আমাদের নিয়ে গেছেন হাওয়াই দ্বীপপুঞ্জে, ফুলে-ফলে, লতায়-পাতায়, ঝরনায়-পাহাড়ে, প্রজাপতি আর নারীতে সে এক বর্ণ-গন্ধের উষ্ণ দেশ। হাওয়াই দ্বীপের ভুবনবিদিত সমুদ্রতীর ওয়াইকিকিতে বিকিনি আর সুইমিং স্যুট পরে জোড়ায়-জোড়ায় নারী-পুরুষ। কেউ রয়েছে বসে, কেউ করছে স্নান, কেউ দূরে শেষ করছে সার্ফ রাইডিং, রবারের রঙিন নৌকোয় ভেসে বেড়াচ্ছে ছোট ছেলে-মেয়েরা। আর সেখানেই দেখা হল ভারতীয় ছাত্র জিত বসুর সঙ্গে এক মোহময়ী নারীর, লারা যার নাম। ক্রমশ বাড়ল ঘনিষ্ঠতা, দিন আর রাত্রি হয়ে উঠল একাকার। এবং তখনই আচমকা এক গূঢ় রহস্যের জালে জড়িয়ে পড়ল দু’জনে। খুন হল লারার পুরনো প্রেমিক, সে-মৃত্যুকে কেন্দ্র করে ঘটতে লাগল একের পর এক গায়ে-কাটা-তোলা ঘটনা। সে-ঘটনার জাল ছিঁড়ে কি বেরিয়ে আসতে পারবে উদ্দাম দুই প্রেমিক-প্রেমিকা।সন্দেহ নেই যে, এক আশ্চর্য থ্রিলার উপহার দিয়েছেন বুদ্ধদেব গুহ। তীব্র এবং গতিময় সেকস এবং ক্রাইমের রহস্যে মোড়া বুদ্ধিদীপ্ত দুর্দান্ত গোয়েন্দা-কাহিনী ‘ওয়াইকিকি’। একনিশ্বাসে শেষ করার মতো বই।
Buddhadeb Guha (Bengali: বুদ্ধদেব গুহ) is a popular Bengali fiction writer. He studied at the well-known St Xavier's College of the University of Calcutta.
His novels and short stories are characterized by their dreamy abstractness and romantic appeal. His essays reveal the soul of a true wanderer providing some of the most beautiful renditions of travel in Bengal. His love for forests and nature provide the background for many of his novels.
A highly successful chartered accountant by profession, and an accomplished musician, Guha is very urbane in his lifestyle. He was one of the first to create characters representing easy-going, upper middle-class modern Bengali families, whom readers could identify with, and that gave him instant popularity.
He is the recipient of many awards including Ananda Puraskar, 1976; Shiromani Puraskar; and Sharat Puraskar.
The Library of Congress has over fifty titles by him. His most famous novel, according to many, is Madhukori. It is considered a milestone in Bengali literature. He is also the creator of Rijuda, an imaginary character who moves about in jungles with his sidekick Rudra. The jungles that he wrote about were mainly in Eastern India.
লেখক এই বইতে হাওয়াই এবং তার সংস্কৃতি সম্পর্কে সুন্দর বর্ণনা দিয়েছেন।
এছাড়া গল্পের ব্যাপারে সেরকম কিছু বলার নেই। না থ্রিলার না অন্য কিছু। সেরকম কিছুই নেই। গল্পটা হঠাৎ ই শেষ হওয়া যায়। প্রচ্ছদ অনুযায়ী সেরকম অ্যাডাল্ট কন্টেন্টও নেই।
বুদ্ধদেব বাবুর প্রকৃতিকে যেভাবে বিশ্লেষণ করেন সেটা জানতে হলে একবার পড়া যেতেই পারে।
"মাঝে মাঝে হঠাৎ কারো সঙ্গে দেখা হয়ে যায়, তখন মনে হয় যেন যুগ-যুগান্ত ধরে তার সঙ্গে দেখা করার জন্যেই অপেক্ষা করে ছিলাম। যেন তাকে দেখা হবার আগেও কতবার স্বপ্নে দেখেছি। এখনও এই ভীষণ ব্যস্ত, স্বার্থপর পৃথিবীতে কত না আশ্চর্য সুন্দর দুর্ঘটনা ঘটে যায়।"
"পৃথিবীতে কোনো অধিকারই কেউ নিয়ে জন্মায় না। অধিকার সৃষ্টি করে নিতে হয়।"
"জোর করে কী কেউ কাউকে ভালোবাসতে পারে, না কারো ভালোবাসা পেতে পারে?"
"যে কেউ কাউকে ভালোবাসেছে কখনও সেই-ই জানে যে, ভালোবাসারজন যদি দৌড়ে এসে বুকে ঝাঁপিয়ে পড়ে তখন শরীর ও মস্তিষ্ক অবশ হয়ে যায়। তখন ভালো লাগা যা করিয়ে নেয়, তাই-ই করে মানুষ। পুরুষ কী নারী।"
"আমি মুহূর্তে বাঁচার পক্ষপাতী। মুহূর্তের সমষ্টিই ত জীবন। এই মুহূর্তে সুখী হলেই সব মুহূর্তে সুখী। ভবিষ্যৎ-এর জন্যে বর্তমানকে মাটি করতে আমি কখনোই রাজী নই।"
Excellent book. Enjoyed the writing, both literature and the history and culture of Hawaii. Loved the thrill, the murder, the detective mystery to it. Lara is now my inspiration, I aspire to be such two faced snake as her one day 😉. Iconic dialog delivery in the resolution. Damn, Lara. Also, go kill yourself Kenneth. Oh wait, you already are dead. Also, if you're gonna market something as 'Adult Detective Thriller etc etc' may I suggest to include and Actual Adult as a protagonist and not a 23 year old virgin? Also in order to qualify as an adult it must be spicy. It was mildly flavored at best.
This entire review has been hidden because of spoilers.
বইটা লেখা হয়েছে বড়দের কথা মাথায় রেখে। বিষয়বস্তু বড়দের, তাই বলে তা অশ্লীল নয়। এটি একটি ভ্রমণধর্মী উপন্যাস। সাথে কিছুটা রহস্য-রোমাঞ্চ। কিছু কিছু বই আছে, যেগুলোতে ভ্রমণকাহিনী, সেখানকার ঐতিহাসিক পটভূমি, জীবন যাত্রা এতটাই প্রকট ভাবে তুলে ধরা হয় যে শুধু শরীরটাই ঘরে থাকে, মন একদম চুটিয়ে একটা ভ্রমণ সেরে নেয় সেই জায়গায়। যারা হাওয়াই দ্বীপপুঞ্জে যায়নি, তাদের জন্য বইটা এক রকম ফ্রি হাওয়াই ভ্রমণের টিকেটের মতো। এত বিস্তারিত, মনোমুগ্ধকর ভ্রমণ বর্ণনা শেষ কবে পড়েছি মনে নেই। এখন যদি আমি হাওয়াই দ্বিপে ঘুরতে যাই, সেখানকার যে কোন গড়পড়তা মানুষকে হাওয়াই সম্পর্কে জ্ঞান দিতে পারব। তবে এটা একটা উপন্যাস, ভ্রমণকাহিনী নয়। তাই মোটেও বিরক্তি লাগে না পড়তে। বাংলা ভ্রমণ উপোন্যাসের মধ্যে অন্যতম একটি বই, সন্দেহ নেই।