অনীশ দেবের লেখালেখি প্রায় চার দশক। বরাবর চর্চা, পরীক্ষানিরীক্ষা সবই করেছেন ‘অন্যরকম’ গল্প নিয়ে। অর্থাৎ তাঁর লেখালেখির বিষয় রহস্য-রোমাঞ্চ-গোয়েন্দা-ভৌতিক ইত্যাদি। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত গল্প থেকে ষোলোটি গল্প বাছাই করে এই সংকলন। গল্পগুলি বইয়ের দু-মলাটে প্রকাশিত হল এই প্রথম।
১৬ সাসপেন্স গল্পে ১৬ আনা উশুল
সূচিপত্র-
অপারেশান দাঁড়কাক তৃতীয়, রাকেশ সুমনা, সুমনা আস্তিনের তাস হঠাৎ বজ্রপাত অপারেসান ভারচুরিয়্যালিটি দৈবের বশে নিঃসঙ্গ শঙ্খচূড় অশ্লীল-বিলাস অবচেতন বিড়াল সমস্যা গুরুতর যে জন জানে মনে করি, খুনির নাম এক্স মরা মানুষের হাত
Anish Deb (22 October 1951 – 28 April 2021) was an Indian Bengali writer and academic. He was noted for his writings in the science fiction and thriller genre. He received several literary awards including Vidyasagar Award in 2019.
Anish Deb was born in 1951 in Kolkata. He completed his B.Tech. (1974), M.Tech. (1976) and Ph.D. (Tech.) with 1 silver and 2 university gold medals in Applied Physics from the Rajabazar Science College campus of University of Calcutta.
Anish Deb started his writing career in 1968. He also edited a number of collections of popular fictions, novels and detective stories. Some of his notable writings are: Ghaser Sheesh Nei, Saper Chokh, Teerbiddho, Teish Ghanta Shat Minute, Hate Kalome Computer, Bignyaner Dashdiganto, Jibon Jokhon Phuriye Jay.
রহস্য, রোমাঞ্চ, বিজ্ঞান, অলৌকিক! একটা সময়, জর-ফিকশনের পাটা পিচে অনীশ দেব কেবল স্বচ্ছন্দে ব্যাটিংই করেননি, একের পর এক সেঞ্চুরি হাঁকিয়েছেন মনের সুখে।
আজ তিনি নেই। তবুও, এই চলে যাওয়ার মধ্যেই যেন আছেন। বলা যায়, যেতে পারেন নি। এই আমার আপনার মতন কিছু তারকাঁটা পাঠকের বদান্যতায়, যারা প্রতি বছর পুজাবার্ষিকী কিশোর ভারতী বা শারদীয়া শুকতারার সূচিপত্রে লক্ষ্য করে থাকি এক অপূরণীয় শুন্যতা। এবং কতকটা যেন এই শূন্যতা ভরাটের খাতিরেই, বারংবার হতে তুলে নিই এরম ভিন্টেজ সব সংকলন।
বছরখানেক পূর্বে লেখকের 'ভৌতিক ডট কম' বইটির গল্পগুলো পড়ে কিছুটা হতাশই হয়েছিলাম বলা যায়। তবে এবারে আর ভূত নেই। আছে সাসপেন্স। আছে চড়া দাগের রহস্য-রোমাঞ্চ! গল্পগুলোতে বিদেশি ক্রাইম-ফিকশনের ছায়া স্পষ্ট। তবুও বাংলা ভাষায় এসব গল্প এক একটি যুগের দলিল। সস্তার রহস্য পত্রিকার অগোছালো ফন্ট ও থেবড়ে যাওয়া কালি সত্বেও প্রকাশের সাথেই 'হট কচুরিস্' ন্যায় বিকিয়ে যেত এরা।
বইতে কাহিনী সংখ্যা ষোলো। সাইজে ছোট, তবে চিত্তাকর্ষক। অগভীর আমেজে প্রাপ্তবয়স্ক জটিলতা। অবশ্যপাঠ্য না হলেও, গল্পগুলো একবার ধরলে শেষ না করা মুশকিল। 'অপারেশান দাঁড়কাক', 'সুমনা, সুমনা', 'নিঃসঙ্গ শঙ্খচূড়', 'অবচেতন' ও 'মনে করি, খুনির নাম এক্স' - এই পাঁচটি গল্প নিজগুণে না দাড়ালেও, বাকিগুলো বেজায় কার্যকরী। সাথে অনীশ দেবের স্মার্ট ঝকঝকে লেখনী, একরাশ চোরা-গোপ্তা টুইস্ট আর অনেকখানি টেনশন।
সব মিলিয়ে, এই ডোমেনে ক্লিক করলে, আর যাই হোক, ঠকতে হবে না।
The book comprises of small but gripping stories. Don’t try to find out any literature value in here. The thought process for each story is different and you won’t fins these elsewhere.