বাকিদের রিভিউতে ছোটবেলায় পড়া বইয়ের প্রতি ভালোবাসা দেখে ভালো লাগলো। স্বীকারোক্তিঃ আমি ছোটবেলায় এই বই পড়ি নি। জীবদ্দশায় খুব কম অনুবাদ পড়েছি। আশার কথাঃ মেলা কিছু পড়া হবে! পড়তে পড়তে ছোটবেলার বিস্ময়টা মিস করলাম। একটা বই ছিল আমার, ছুটির ঘণ্টার মতো, নাম ছিল 'আলোর ফুলঝুরি'। মনে মনে সেই বইটা খুঁজি। সেখানে রাজকুমারী রূপসা আর একটা কুয়োর গল্প ছিল। অনেক অনেক বার সেই বইয়ের আদ্যোপান্ত পড়েছি। ছিঁড়ে বিড়ে হারিয়েই গেছে শেষমেশ নাকি পোকায় কেটেছে মনে নেই। তখন ঐসব বই পড়ে যেই রোমাঞ্চ হতো, তা এই বই পড়ে বুড়িয়ে যাওয়ার কারনে পুরোপুরি না পেলেও, পেয়েছি। যখন সর্বকর্মার মরো মরো অবস্থা, খুবই দুঃখে ছিলাম! যখন পেনসিল বালিশের চাকাওয়ালা গাড়ি বানালো, মনে হল, ইশ, এমন হলে মন্দ হতো না। একারনেই মনে হয়, বাচ্চাদের বই বড়রাও পড়ে। কিছুক্ষণের জন্য অল্পবিস্তর বালিশের গাড়িতে মনে মনে চড়া যায়। দ্যু প্রকাশনীকে অভিনন্দন বইগুলোকে আবার ধরাছোঁয়ার মধ্যে আনার জন্য।