মাঞ্চুরিয়ান মুখোশ: কিউরিও শপ থেকে পুরানো মুখোশটা কিনেই বিপদে পড়ে গেল রিয়া। কারা যেন পিছু নিয়েছে ওর। মুখোশটা কবজা করতে চায়, যে কোনও মূল্যে। কিন্তু কেন? শয়তান যেইন তাওকে পুনরুজ্জীবিত করতে? রিয়াই বা উধাও হয়ে গেল কেন?
কিংবদন্তী: তাজ্জব সব কাণ্ড ঘটছে স্কি-ক্যাম্পে। চুরির উৎপাত আর রহস্যময় এক তরুণের পাশাপাশি পরিস্থিতি ঘোলাটে করে তুলল কিংবদন্তীর ভয়াল দানব সাসকোয়াচ! ছুটি কাটাতে এসে এ কীসের মধ্যে পড়ল অয়ন আর জিমি?
মাঞ্চুরিয়ান মুখোশ তেমন খারাপ না, অয়ন-জিমির সাথে রিয়ার উপস্থিতিতে আর রিয়ার কেনা একটা রহস্যময় মুখোশ নিয়ে একদঙ্গল মন্দ ও সন্দেহজনক চরিত্রের দৌড়াদৌড়ি টানাটানিতে একশ পৃষ্ঠার উপন্যাসিকা হিসেবে মোটামুটি জমজমাটই লেগেছে।
আমার রেটিং: ৩.৫/৫
অপরদিকে কিংবদন্তী মোটের ওপর একেবারেই গতানুগতিক, অনেকটা দায়সারা গোছের লেখনি, কাহিনি আর ঘটনাক্রমের গাঁথুনিও শক্ত ছিল না। একশ পৃষ্ঠা ব্যপ্তিতেই অধৈর্য হয়ে পড়েছিলাম গল্প শেষ হচ্ছে না দেখে। আমার পড়া অয়ন-জিমি অ্যাডভেঞ্চারগুলোর মধ্যে এটাই প্রথম ঠিক জমলো না।
আমার রেটিং: ২/৫
সবমিলিয়ে আমার মতে এই বইটা সিরিজের দুর্বলতর সংযোজন।
মাঞ্চুরিয়ান মুখোশের কাহিনী শুরু হয়েছে রিয়াকে দিয়ে। পুরোনো জিনিসের দোকান থেকে শখ করে একটা মুখোশ কিনে বিপদে পড়ে গেল রিয়া। মুখোশটা অনেকেই কেড়ে নিতে চায়, কিন্তু কেন? রহস্য সমাধানে নেমে পড়ল অয়ন, জিমি আর রিয়া।
কিংবদন্তী বইটি একটি স্কি-ক্যাম্পকে কেন্দ্র করে। চুরির উৎপাত, মানুষের ওপর হামলা, আরও সব গোলমেলে কাণ্ড ঘটেই চলেছে। এর মধ্যে কিংবদন্তীর এক ভয়াল দানবের আগমন! অয়ন-জিমির আরেকটা পড়ার মতো কাহিনী।