সাহাদত হোসেন খান ১৯৫৬ সালের পহেলা মে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাটাবাড়িয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭২ সালের এপ্রিলে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় স্টারমার্কসহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তারপর তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগ এবং নরসিংদী কলেজ থেকে দ্বিতীয় বিভাগে প্রথম হয়ে স্নাতক শ্রেণীতে উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে দ্বিতীয় বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। আন্তর্জাতিক বিষয়ের উপর তার আগ্রহ সহজাত। সেই আগ্রহ থেকে তিনি আন্তর্জাতিক ও ঐতিহাসিক বিষয়ে নিয়ে বহু বই লিখেছেন। সাংবাদিকতা তাকে এ বিষয়ে যথেষ্ট সহায়তা করেছে। তিনি একজন পেশাদার সাংবাদিক। ১৯৮৭ সালে তাঁর সাংবাদিকতায় প্রবেশ। দৈনিক দিনকাল, দৈনিক ইনকিলাব, দৈনিক ইত্তেফাকসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে সাংবাদিকতা করেছেন। তিনি জাতীয় প্রেসক্লাব ও বাংলা একাডেমির সদস্য। ঢাকা সাংবাদিক ইউনিয়নে তিনি চার বার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
বাংলায় লেখা দ্বিতীয় বিশ্ব যুদ্ধের ইতিহাস সম্পর্কিত বই সুলভ নয়.........বিশেষত জার্মানির পক্ষে লেখা খুব কম পড়েছি ......সিনেমা কিংবা ডকুমেন্টারি গুলোতে কেবল পশ্চিমা মিত্র বাহিনীর জয়গাথা লক্ষ্য করা যায় .....তাই এ দিক দিয়ে বাংলায় এই বইটি আমার কাছে অভিনব ......