সুজাতা উপন্যাসের শুরুটা দুর্দান্ত। শুরুতেই নড়েচড়ে বসার মতো — যে সামনে হয়তো দারুণ কিছুই অপেক্ষা করছে।
উপন্যাসের শুরুটা হয়েছে এক মানসিক দ্বন্দ্ব নিয়ে। সেই দ্বন্দ্বকে ঘিরে চরিত্রগুলোর মানসিক টানাপোড়েন দ্যোতনাময় ছিল। কিন্তু কাহিনী সামনে এগোতে এগোতে সেই টানাপোড়েন থাকলেও, সেটা ততটা ডালপালা মেলে ধরতে পারেনি। বরং মেলোড্রামার আড়ালে যেন মিইয়ে গেছে।
উপন্যাসটা শেষ করে এজন্যই আফসোস হচ্ছিল — যে দ্বন্দ্বটা নিয়ে উপন্যাসের শুরু, কী দারুণ এক মনস্তাত্ত্বিক উপন্যাস হতে পারত! কিন্তু সেরকম মনস্তত্ত্বের ধাক্কা লেখক দিতে পারলেন কই!
বরং অতি-নাটকীয়তা যেন উপন্যাসের পরতে পরতে ছোপ ছোপ দাগ ফেলে গেছে, যে দাগ থেকে খুব দারুণ কিছু আর হয়নি। একটা দারুণ মনস্তাত্ত্বিক উপন্যাস হওয়ার অপার সম্ভাবনা থাকলেও, শেষ পর্যন্ত সেই সম্ভাবনার অপঘাতই হয়েছে বলব।