অকপট সরল সুন্দর এই বই।
সরদার ফজলুল করিমের আন্তরিক অনুবাদে মনে হয়েছে, রুশো বাংলাতেই লিখেছেন।
লেখা ও অনুবাদের গুণে আমি রুশোর মন দেখতে পেয়েছি সারাক্ষণ। মনটা একইসঙ্গে স্পর্শকাতর ও সংবেদনশীল। প্রেম ও ভালোবাসার জন্যে সে মনের কাঙালপনার শেষ নেই।
যদিও কনফেসন্সকে পৃথিবীর সবচেয়ে খোলামেলা আত্মজীবনীগুলোর একটি বলা হয়, তবু আমার কাছে একে রাখঢাকপূর্ণ আত্মজীবনী মনে হয়েছে।
রুশো তার স্মৃতির সিন্দুকের দু তিনটা প্রকোষ্ঠ শুধু খুলে দেখিয়েছেন। বাকি শত শত প্রকোষ্ঠ বদ্ধ।
রুশো কী করে মহান রুশো- তার সিঁড়িগুলো অদৃশ্য। তবে নকশা উপস্থিত। আর সেই নকশা যতটা না রুশোকে ব্যক্ত করে, তারও বেশি নিজেকে চেনায়।
এ বই পড়ে আমি রুশোকে অল্পই জেনেছি। কিন্তু নিজেকে জেনেছি বিব্রত হয়ে ওঠার মতোন।