আশি ও নব্বইয়ের দশকে লেখা কিছু প্রবন্ধের সংকলন।
রাষ্ট্রের সাথে বিশ্ববিদ্যালয়ের বোঝাপড়া সাপে-নেউলে হবে, নাকী হবে মধুর? এই ব্যাখা দিয়ে লেখা প্রবন্ধটি দুইবার পড়েছি। বলা ভালো, পড়তে বাধ্য হয়েছি৷ বর্তমানে রাষ্ট্রের সর্বগ্রাসী মনোভাবের উত্তাপ এড়াতে পারছে না দেশের উচ্চশিক্ষায়তনগুলো। তার দায়ভার যেমন সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ুয়ারা এড়াতে পারেন না ; দায়িত্ব থেকে অব্যহতি মিলে না যারা পড়ান তাদেরও।
'সাহিত্যের রাষ্ট্রবিরোধিতা' চমৎকার বিশ্লেষণী আমেজে লেখা। সাহিত্য জাতির দর্পণ - লোকমুখে অন্তত তাই শোনা যায়। কিন্তু জাতির দর্পণ সবসময় বিভেদ ঘুচাতে পারে এমনটি চিরন্তন সত্য নয়। বাংলার অতীতে এই সাক্ষ্যই দেয়। বঙ্কিমের হাত ধরে বাংলা সাহিত্যে সাম্প্রদায়িকতার আমদানি। দিনে দিনে সেই আমদানি বেড়েইছে। ক্ষান্ত হয়নি দেশভাগ করেও।
এই লেখাগুলোর বাইরে রাষ্ট্রে পুঁজিবাদের সম্প্রসারণবাদী ভূমিকা নিয়ে চৌধুরী সাহেবের সিগনেচার ধাঁচের লেখা তো ছিলই।