ফিসফিসানির শব্দ উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়।
একটুকরো মেঘ ঢেকে দেয়া চাঁদ।
বিশাল বটগাছের মত অন্ধকার মেঘ।
অন্ধকার।
গাঢ়-নিখাদ অন্ধকার।
থমকে দাঁড়ায় মাতাল জোছনা।
ফিসফিস করে কে যেন কাকে জানায় মদির আহবান।
ফিসফিস।
হিসহিস।
এক তরুণ দম্পতি ঢাকায় ছিমছাম এক বাড়ি ভাড়া করে। এমনিতে সব ঠিক মনে হচ্ছিলো, কিন্তু আদৌ ঠিক ছিলনা কিন্তু।
এই বইতে ভূত নেই, নেই সিরিয়াল কিলারের ধারাবাহিক হত্যা। নেই ভিনগ্রহের ভয়াল কোন জীব। অথচ পুরো বই জুড়ে রয়েছে শ্বাস-বন্ধ করা আদি-অকৃত্রিম ভয়। এভাবে এমন করে ভয়ের গল্প এর আগে আর কেউ বলেনি।