অদূর ভবিষ্যতের এক পৃথিবী। মানুষের জিনেটিক মিউটেশন হয়ে তৈরী হয়েছে তিনটি দল - আলট্রা সুপার, সুপার আর হোমোসেপিয়েন্স। শাসক আলট্রা সুপাররা আর মানুষেরা যাদের নেই কোন স্বাধীনতা, তারা কর্মী, কৃতদাসের মত তাদের জীবন। তাদের মুক্তির জন্য সংগ্রাম করছে একটি দল, তাদের সমন্বয়ক লীথী। লীথী কি পারবে মানুষের দুঃখ ভুলিয়ে দিতে?