আমি এই বইটার প্রথম সংস্করণ পড়েছিলাম। তখন এর নাম ছিল "বিজ্ঞানের বিস্ময় বিস্ময়কর বিজ্ঞান"। পরে পাল্টে এই নাম রাখা হয়। কিংবা কে জানে আমি যেটা পড়েছি তার আগেও অন্য কোনো নাম ছিল কিনা। আলী ইমামের সমস্যা হচ্ছে তার যে বইটাই পড়ার জন্য হাতে নেয়া হোক না কেন ঘুরে ফিরে একই তথ্য চলে আসে। একই বই যে উনি কতবার কত নামে লিখেছেন তা একমাত্র উনিই জানেন। এই বইটাও এর ব্যাতিক্রম নয়। কন্টেন্ট ভালো মানের নয়। তথ্য থাকলেই তা পড়ার মতো হয়ে যায় না। পড়ার মতো করতে হলে ঐভাবে তা উপস্থাপন করতে হয়, প্রাঞ্জলভাবে। এই ব্যাপারটা আলী ইমামের সবগুলো বইতে অনুপস্থিত।