What do you think?
Rate this book


105 pages, Hardcover
First published February 1, 1984
১
বেলফুল ফিরি করি পাড়ায় পাড়ায়।
এ ফুল পরিলে গলে বিরহিদের প্রাণ জুড়ায়।।
আমার দেখা পাবার আশে,
মেয়েরা বসে থাকে জানালার পাশে।
ফুলের মধুর বাসে হৃদয় হারায়।।
যদি, পয়সা নাহি থাকে ঘরে,
কিনে নাওনা আজকে ধারে।
কাল না হয় শোধ দিও কড়ায় গন্ডায়।।
২
টুকটুকে তোর পা দুখানি আলতা
পরাই পায়।
চটক্ দেখে অবাক্ হবে সে লো
থাকবে চেয়ে ঠায়।।
আগে চাই যতন পায়ে, সোনা
তখন পরবি গায়ে,
পা খানি ধরলে মনে (তবে লো)
মুখের পানে চায়।।
সোনেলা আঙুলগুলি, আফুলো চাঁপার কলি
তুলি ধরে আল্তা দিলে বাহার খুলে যায়,
ঘুরে ঘুরে মনচোরা লুটিয়ে পড়ে পায়।