নিতান্ত কৌতুহলের বশেই দুর্গটা দেখতে গিয়েছিল তিন গোয়েন্দা। মধ্যযুগীয় দুর্গ, দেখার বহু জিনিস আছে, অনেক টুরিস্ট যায়, তাই ওরাও গিয়েছে। কিন্তু শুরুতেই গন্ডগোল। টিকেট বিক্রেতার অদ্ভুত ব্যবহার অবাক করল ওদের। রহস্যের গন্ধ পেয়ে গেল কিশোর পাশা। শুরুতে কেউ তেমন গুরুত্ব দিল না, কারণ তখনও ওরা জানে না কি সাংঘাতিক অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়তে যাচ্ছে!
Adapted from "Five in Finniston Farm" (Famous Five).
রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন। থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা। রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।