এই বইয়ের দু'টি কিশোর নভেলা "কলকাতার নিশাচর" ও "ক্যালিপসো থ্রম্বোফব" দে'জ থেকে প্রকাশিত "রাত বারোটা" নামক বইতে যথাক্রমে "ঠিক মাঝরাতে" ও "রহস্য" নামে রয়েছে। এরকম নাম বদলে অন্য সংকলনে ইনক্লুড করার দরকার কেন পড়ল, বুঝলাম না। আর কিশোর উপন্যাসের বদলে নভেলাই বলছি, কারণ উপন্যাসের তুলনায় দু'টি কাহিনি যথেষ্ট ছোট।
১) কলকাতার নিশাচর : দাদু নাতির কলকাত্তাইয়া অভিযান। রাত্তিরের বেলায় যত কাণ্ড। তিল থেকে তাল।
২) ক্যালিপসো থ্রম্বোফব : দাদু নাতি জুটির দ্বিতীয় অভিযান। এটা একটু বেশিই বাড়াবাড়ি রকমের গুল্প। মানে গুল গল্প আর কী!
অন্যান্য রিভিউকে মেনে চললে এই দুটো নভেলাই বেশ উপভোগ্য হওয়ার কথা ছিল, কিন্তু আমার সেরকম লাগল না। কোনও বড় বয়সী চরিত্র কোনও ছোট বয়সী চরিত্রকে সারা গল্প জুড়ে কথা শুনিয়ে যাচ্ছে, এ আমার একেবারেই সহ্য হয় না ব্যক্তিগতভাবে। কিন্তু আমাদের সমাজে এই ধরনের ধ্যাতানি-বকুনি হাত খুলে বিতরণ করা তথা মাথা পেতে গ্রহণ করার মতো প্রেরক, প্রাপকের অভাব নেই। তাই অনেকেরই এই "রসিক" উপস্থাপনা পছন্দ হতেই পারে। আমার হল না। তবে হ্যাঁ, সঞ্জীববাবুর রাতের দৃশ্য বর্ণনা করার ক্ষমতা যে মারাত্মক ভালো, সে কথাও স্বীকার করি। ওইটুকুই। বাকিটুকু...
(পুনশ্চ : কেউ ভুতুড়ে কিছু আশা করলে হতাশ হবেন।)