কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।
The best spy-thriller series I have ever read. Well it is also the only spy-thriller series I have ever read.
From 2006 to 2010 I have read more than 200 books of 413 total. That's pretty impressive I guess. Although recently I haven't read much of these series. I hadn't bought more than 15 Masud Rana books last year and this year I haven't bought a single Masud Rana. That's not good.
LONG LIVE MASUD RANA. AND LONG LIVE KAZI ANWAR HOSSAIN. YOU HAVE TO LIVE AT-LEAST ANOTHER 9 YEAR UNTIL THE BOOK NUMBER 500 RELEASED.
দীর্ঘদিন পর সেবা প্রকাশনীর বই পড়া। তাও আবার এক গল্পে মাসুদ রানা আর কুয়াশা একসাথে!
কোথাও একটা কিছু খাপছাড়া লেগেছে। হয়তোবা এর কারণ দুই মহারথীকে এক রণে পাশাপাশি দেখানোর চেষ্টা। দুই চরিত্রের মাঝে সম্মান আর সমীহের জায়গা থাকা সত্ত্বেও কোথাও একটা একে অপরকে ছাপিয়ে যাবার চেষ্টা রয়ে গেছে। যার কারনেই হয়তো এই খাপছাড়া ভাবটা প্রতীয়মান।
তবে ভালো যে লাগে নি, তা না। একরকম প্রায় রিডার্স ব্লক থেকে বের হয়ে পড়া বই। একেবারে একশোতে একশো না বললেও পঁচাশির নিচে মূল্যায়ন করা যাচ্ছে না।
একশব্দে বলতে গেলে অসাধারণ। শুরু থেকে শেষ পর্যন্ত একটা লাইন পড়েও বিরক্ত লাগেনি, বোর হইনি একমুহূর্তের জন্যেও। রানা আর কুয়াশার কম্বো টা এতগোছালো ভাবে এডপ্ট করা হয়েছে যে তা আসল কে ছাপিয়ে না গেলেও কাছাকাছি নিশ্চয়ই আছে।
মাসুদ রানা সিরিজের এই বইটি এবং এর দ্বিতীয় খন্ড আমার পড়া প্রিয় বইগুলোর একটা। শ্বাসরুদ্ধকর এক থ্রিলার কাহিনী যা একটানা পড়ে শেষ করার আগে উঠার উপায় নেই। যাকে বলে রোলার কোস্টার রাইড৷ অসাধারণ। দুর্দান্ত!!!!!!