Jump to ratings and reviews
Rate this book

আমার জীবনানন্দ আবিষ্কার ও অন্যান্য

Rate this book
যে-কোনও ধরনের গদ্যরচনায় সুনীল গঙ্গোপাধ্যায় পাঠককে মায়ামুগ্ধ করে রাখতে পারেন। তাঁর উপন্যাস ও গল্পের আশ্চর্য নির্মিতি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। বিপুল পরিমাণ কথাসাহিত্য ছাড়াও তিনি এ যাবৎ যেসব অজস্র প্রবন্ধ-নিবন্ধ লিখেছেন, সেগুলিও এক-একটি আশ্চর্য সৃষ্টি। বিভিন্ন সময়ে লেখা, বিভিন্ন বিষয়ের সেইসব রচনা নামী-অনামী পত্র-পত্রিকায় ছড়িয়ে-ছিটিয়ে আছে। অগ্রন্থিত এইসব লেখা থেকে বাছাই করে বত্রিশটি ছোট-বড় রচনা সংকলিত হয়েছে এই গ্রন্থে। রচনাগুলি মূলত বাংলা সাহিত্যের বিভিন্ন প্রতিষ্ঠিত কিংবা বিস্মৃত স্রষ্টা ও তাঁদের সৃষ্টি সম্পর্কে লেখকের ব্যক্তিগত অনুভূতির বাণীরূপ। অন্তরঙ্গ স্মৃতির ছোঁয়ায় প্রতিটি রচনা প্রাণবন্ত। স্বচ্ছন্দ অনায়াস গদ্যের নিবিড় স্পর্শে আদ্যন্ত সুখপাঠ্য। একই সঙ্গে আবার বহু অজানা স্মৃতিরঙ্গের ঝলকে উদ্ভাসিত। জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, সতীনাথ ভাদুড়ী, কমলকুমার মজুমদার, সুধীন্দ্রনাথ দত্ত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, সৈয়দ মুজতবা আলী, শিবরাম চক্রবর্তী, মহেন্দ্রনাথ দত্ত, জ্যোতিরিন্দ্র নন্দী, কাজী নজরুল ইসলাম, জগদীশ গুপ্ত, শক্তি চট্টোপাধ্যায়, আবু সয়ীদ আইয়ুব প্রমুখ আরও অনেকের প্রতি লেখকের শ্রদ্ধা, সম্মান, প্রীতি, ভাললাগা এবং ভালবাসার অকৃত্রিম আত্মকথন ধরা রইল এই ভিন্নস্বাদের গ্রন্থে।

215 pages, Hardcover

First published January 1, 1999

9 people are currently reading
122 people want to read

About the author

Sunil Gangopadhyay

736 books973 followers
Sunil Gangopadhyay (Bengali: সুনীল গঙ্গোপাধ্যায়) was a famous Indian poet and novelist. Born in Faridpur, Bangladesh, Gangopadhyay obtained his Master's degree in Bengali from the University of Calcutta, In 1953 he started a Bengali poetry magazine Krittibas. Later he wrote for many different publications.

Ganguly created the Bengali fictional character Kakababu and wrote a series of novels on this character which became significant in Indian children's literature. He received Sahitya Academy award in 1985 for his novel Those Days (সেই সময়). Gangopadhyay used the pen names Nil Lohit, Sanatan Pathak, and Nil Upadhyay.

Works:
Author of well over 200 books, Sunil was a prolific writer who has excelled in different genres but declares poetry to be his "first love". His Nikhilesh and Neera series of poems (some of which have been translated as For You, Neera and Murmur in the Woods) have been extremely popular.

As in poetry, Sunil was known for his unique style in prose. His first novel was Atmaprakash (আত্মপ্রকাশ) and it was also the first writing from a new comer in literature published in the prestigious magazine- Desh (1965).The novel had inspiration from ' On the road' by Jack Kerouac. His historical fiction Sei Somoy (translated into English by Aruna Chakravorty as Those Days) received the Indian Sahitya Academy award in 1985. Shei Somoy continues to be a best seller more than two decade after its first publication. The same is true for Prothom Alo (প্রথম আলো, also translated recently by Aruna Chakravorty as First Light), another best selling historical fiction and Purbo-Paschim (পূর্ব-পশ্চিম, translated as East-West) a raw depiction of the partition and its aftermath seen through the eyes of three generations of Bengalis in West Bengal, Bangladesh and elsewhere. He is also the winner of the Bankim Puraskar (1982), and the Ananda Puraskar (twice, in 1972 and 1989).

Sunil wrote in many other genres including travelogues, children's fiction, short stories, features, and essays. Though he wrote all types of children's fiction, one character created by him that stands out above the rest, was Kakababu, the crippled adventurer, accompanied by his Teenager nephew Santu, and his friend Jojo. Since 1974, Sunil Gangopadhyay wrote over 35 novels of this wildly popular series.

Death:
Sunil Gangopadhyay died at 2:05 AM on 23 October 2012 at his South Kolkata residence, following a heart attack. He was suffering from prostate cancer for some time and went to Mumbai for treatment. Gangopadhyay's body was cremated on 25 October at Keoratola crematorium, Kolkata.

Awards & Honours:
He was honored with Ananda Award (1972, 1979) and Sahitya Academy Award (1984).

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
21 (31%)
4 stars
32 (47%)
3 stars
12 (17%)
2 stars
0 (0%)
1 star
2 (2%)
Displaying 1 - 12 of 12 reviews
Profile Image for Yeasin Reza.
514 reviews88 followers
March 22, 2022
সুনীলের গদ্যের নিজস্ব স্বাদ আছে। বইটির প্রবন্ধ গুলোকে সাহিত্য সমালোচনা না মনে করে বরং লেখকের সাহিত্যিকদের নিয়ে ব্যাক্তিগত ভালো-মন্দ লাগার বহিঃপ্রকাশ হিসেবে পাঠ করলে চমৎকার লাগবে নিঃসন্দেহে। জীবনানন্দ, জ্যোতিরিন্দ্র নন্দী, প্রেমেন্দ্র মিত্র এর মতো বাংলা সাহিত্যিকদের প্রায় সমস্ত দিকপালদের নিজের চোখে দেখেছেন, তাঁদের সাথে ব্যাক্তিগত সম্পর্ক গড়ে তোলার অবকাশ পেয়েছেন। সুনীলের ভাগ্য দেখে ঈর্ষান্বিত বোধ হওয়া বিচিত্র নয়।
Profile Image for Farzana Raisa.
533 reviews239 followers
September 3, 2022
অতীব সুন্দর একখান বই... সুনীলের লেখা হবে, আর ঝরঝরে প্রাণবন্ত হবে না, তা কি কখনও হয়?
এখানে লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের থেকে বেশি এসেছে পাঠক সুনীল গঙ্গোপাধ্যায়। বইয়ের নামকরণের সার্থকতা রাখতে যেয়ে শুধুমাত্র জীবনানন্দকে নিয়েই লেখেননি, লিখেছেন তার সমসাময়িক আরও অনেককে নিয়ে। কারও সঙ্গে হয়তো হৃদ্যতা ছিল কিন্তু লেখা অতোটা ভাল লাগেনি, কেন লাগেনি তাও অকপটে স্বীকার করেছেন। আবার লেখক গোষ্ঠীর অনেকের সাথেই বেশ ভালো বন্ধুত্ব ছিল, অনেক সিনিয়র লেখকের সাথে দাদা-ভাই সম্পর্ক সেসব গল্প উঠে এসেছে তার লেখায়। আবার তাদের ফেলে আসা পাগলামি জীবনের গল্প, অন্যদের লেখকদের খামখেয়ালিপনার কথা, আবার অনেক লেখক যারা বিস্মৃতির অতলে তলিয়ে যাচ্ছেন তাদের খুঁজে ফেরার কথা লিখেছেন এই বইয়ে।

খুব ভালো লেগেছে। এই স্মৃতিচারণমূলক বইগুলো পড়তে অনেক মজা লাগে। তাদের তো আর চোখে দেখিনি, তাদের গল্প, তাদের আড্ডা, তাদের সময়কার কলকাতা, তাদের ব্যস্ততা কিংবা পাগলামিগুলো পড়ে চোখের সামনে সেই দিনগুলোর কথা কল্পনা করতে থাকি। অবশ্যই রেকমেন্ডেড।
Profile Image for Omar Faruk.
263 reviews17 followers
July 1, 2021
বাংলা সাহিত্যে সুনীল গঙ্গোপাধ্যায়ের অবদান নিয়ে বলতে গেলে পৃষ্ঠার পর পৃষ্ঠা হয়তো লিখা যাবে, তবুও মনে হবে তাঁর ব্যাপারে কম বলা হয়ে গেল!
সুনীলের উপন্যাস থেকে শুরু করে ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, সাহিত্য সমালোচনা যা'ই পড়তে শুরু করুন না কেন। একবার শুরু করলে থেমে থাকা কষ্টকর হয়ে দাঁড়ায়। তাঁর ঐতিহাসিক উপন্যাসের সাথে তুলনায় যেমন কেউ আসেনা, তাঁর প্রবন্ধ গুলোর ব্যাপারেও এমনটা বলা যায় কোনো প্রকার সঙ্কোচ ছাড়া'ই। সুনীল গঙ্গোপাধ্যায় নিজেকে নিয়ে গেছেন অনন্য এক পর্যায়ে যেখানে তিনি নিজেকে করেছেন শ্রেষ্ঠতম।

বাংলা সাহিত্যে "জীবনানন্দ দাশ" যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখেনা। যেকোনো রুচির পাঠক জীবনানন্দের কবিতার শ্রেষ্ঠত্বের প্রমাণ দিবে এক বাক্যে। সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর "আমার জীবনানন্দ আবিষ্কার ও অন্যান্য" বইয়ে খুঁজে ফিরেছেন আমাদের চেনা জীবনানন্দকে, খুঁজেছেন পাঠকের দৃষ্টির অগোচরে যে জীবনানন্দ ছিল তাঁকে। লেখকের এই খোঁজ শুধু জীবনানন্দের সমসাময়িক কালে সীমাবদ্ধ থাকেনি, চলে গেছে সেই রবীন্দ্র যুগ পর্যন্ত। তুলে এনেছেন বাংলা সাহিত্যের প্রতিটি রত্নের কথা, দেখিয়েছেন তাঁরা সবার অগোচরে হলেও সাহিত্যের মান বিচারে কতটা উজ্জ্বল।
যার অনেকটারই ঠাই হয়েছে এই বইয়ে। রবীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ পরবর্তী বাংলা সাহিত্যের প্রতিটা বাঁকের সাথে যারা পরিচিত হতে চান তাদের জন্য এই বইটা হবে উৎকৃষ্টতম।
Profile Image for Shuhan Rizwan.
Author 7 books1,109 followers
September 23, 2015
লেখকের সাথে পাঠকের যোগাযোগ স্থাপিত হয় শুধু বইয়ের পাতাতেই। কিন্তু এর বাইরেও লেখকেরা থাকেন। তারাও বাজার করেন, ব্যাঙ্কে চাকুরি করেন, ফোন নাম্বার ভুলে যাবার ভয়ে টুকে রাখেন দেয়ালের গায়ে। তাদেরও মানুষ হিসেবে আবিষ্কার করা যায়। পাঠক যদিবা কখনো লেখক হয়েও পড়েন, তবুও অগ্রজ লেখককে আবিষ্কারের চেষ্টা তার থেমে থাকে না।

সুনীলের গদ্যের মসৃণতা বরাবরের মতোই মুগ্ধ করেছে।
Profile Image for Riju Ganguly.
Author 37 books1,867 followers
April 1, 2023
এই বইটি আমার পড়ার সৌভাগ্য হয়েছিল আজ থেকে তেইশ বছর আগে। নির্জনতম কবির শতবর্ষ উপলক্ষ্যে বাংলায় যে ঢক্কানিনাদের তাণ্ডব দেখা দিয়েছিল, তারই অঙ্গ হিসেবে আত্মপ্রকাশ করেছিল এই বইটিতে।
মোট একত্রিশটি ছোট্ট-ছোট্ট লেখা আছে এতে। তাদের মধ্যে অনেকগুলোই স্মৃতিচারণ-ধর্মী। কিন্তু কিছু লেখার মধ্যে লুকিয়ে আছে গভীরতম সাহিত্যচেতনা এবং অনুভব।
আর প্রতিটি লেখাই যে অত্যন্ত সুখপাঠ্য— সে-কথা কি আর আলাদা করে বলতে হয়?
এই নিবন্ধগুলোর বক্তব্যের সঙ্গে আপনি একমত না-ই হতে পারেন। কিন্তু এদের পড়তে যে ভারি চমৎকার লাগে, সেটা অস্বীকার করতে পারবেন না।
সুযোগ পেলেই পড়ে ফেলুন।
Profile Image for Susmita Sarker (বাচ্চা ভূত).
193 reviews11 followers
July 26, 2024
এত্তো সুন্দর একটা বই আগে কেনো পড়লাম না এটা ভেবেই আফসোস হচ্ছে! শেষ হওয়ার পর পরম শ্রদ্ধায় মনটা ভরে উঠলো!
14 reviews
June 1, 2018
বই_পর্যালোচন
আমার জীবনানন্দ আবিষ্কার ও অন্যান্য
প্রবন্ধ সংকলন
সুনীল গঙ্গোপাধ্যায়
পৃষ্ঠাসংখ্যা—২১৫
প্রকাশক—আনন্দ পাবলিশার্স
প্রকাশকাল—১৯৯৯
_______________________
‘সুরঞ্জনা,
তোমার হৃদয় আজ ঘাস
বাতাসের ওপারে বাতাস-
আকাশের ওপারে আকাশ।’
কবিতার লাইনগুলো জীবনানন্দ দাশের আকাশলীনা কবিতার শেষ চার লাইন। আধুনিক কবিতা নিয়ে বিদ্রূপ করতে গেলেই উদাহরণ হয়ে আসতো এ ‘সুরঞ্জনা, তোমার হৃদয় আজ ঘাস’ বাক্যটি। তিরিশের দশকের কবিদের মধ্যে জীবিতাবস্থায় তুলনামূলক কম জনপ্রিয় ও বেশি বিদ্রূপের স্বীকার জীবনানন্দ কীভাবে পরবর্তীতে হয়ে উঠলেন বাংলাসাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কবি, কল্লোল যুগের অন্য তিন কবি—বুদ্ধদেব, সুধীন্দ্রনাথ, প্রেমেন্দ্র মিত্র, রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ, শিবরাম চক্রবর্তী, সৈয়দ মুজতবা আলি, গল্পকার জগদীশচন্দ্র, সতীনাথ ভাদুড়ী, কমলকুমার, সমরেশ বসু, শক্তি চট্টোপাধ্যায়, তাদের সাথে লেখকের ব্যক্তিগত সম্পর্ক, তাদের লেখার আলোচনা-সমালোচনা উঠে এসেছে সুনীল গঙ্গোপাধ্যায়ের 'আমার জীবনানন্দ আবিষ্কার ও অন্যান্য ' প্রবন্ধ সংকলনে।

মোট একত্রিশটি রচনার মধ্যে তিরিশটি বিভিন্ন সময় প্রকাশিত প্রবন্ধ, এবং দুটি সংকলনে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ভূমিকা। প্রথম তিনটি প্রবন্ধ ‘আমার জীবনানন্দ আবিষ্কার’, ‘প্রজ্জ্বলন্ত সূর্য ও সাতটি তারার তিমির’, ‘ধানসিঁড়ি নদীর সন্ধনে’ মূলত জীবনানন্দকে নিয়ে লেখা। প্রথম প্রবন্ধে লেখক জীবনানন্দের লেখার সাথে তার পরিচয় কীভাবে হয়েছিলো, ঝরা পালক থেকে সাতটি তারার তিমির পর্যন্ত তার লেখার তুলনামূলক সমালোচনা, তার লেখায় যে নতুনত্ব এনেছিলেন তিনি, ব্যক্তি জীবনানন্দের সাথে লেখকের পরিচয় আর তার প্রয়ানে তার মনোব্যথার কথা লিখ���ছেন। এখানে উল্লেখ করার মত একটি বিষয়, জীবনানন্দের সম্পূর্ণ নতুন এক ভাষার সাথে তার পরিচয়কে ‘চোখে ঘুসি পড়ার মত' বলে উপমা দিয়েছেন। প্রজ্জ্বলন্ত সূর্য ও সাতটি তারার তিমির প্রবন্ধে লেখক বিভিন্ন আঙ্গিকে রবিঠাকুর ও জীবনানন্দের তুলনা করেছেন, লেখার পাশাপাশি তাদের পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়েও। ধানসিড়ি নদীর সন্ধানে লেখকের স্মৃতিচারণ। নির্বাচনি প্রক্রিয়ায় পর্যবেক্ষক হিশেবে বাংলাদেশে আসলে তিনি জীবনানন্দের কবিতায় বহুবার উল্লেখিত ধানসিড়ি নদীর সন্ধানে বেরোন, সে কথাই বলেছেন এ প্রবন্ধে।

পরের চারটি প্রবন্ধ ‘আমাদের ঋণ’, ‘বুদ্ধদেব বসু’, ‘টুকরো টুকরো স্মৃতি’, ‘বুদ্ধদেব বসুর জীবনাবসান’ বুদ্ধদেব বসুকে নিয়ে লিখা। বুদ্ধদেব বসুর তরুণ লেখকদের প্রতি যে উদারতা দেখিয়েছেন তার কথা, বুদ্ধদেব বসুর পরিবারের সাথে তার ঘনিষ্ঠতা, তার লেখায় বৈচিত্রতা, কবিতায় আধুনিকতায় তার প্রভাব ইত্যাদি বিষয় লিখেছেন।
‘একশো পঁচিশ বছরে রবীন্দ্রনাথ’ ও ‘আধুনিক ও আইয়ুব’ প্রবন্ধ দু'টিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এসেছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ এখন কতটুকু যৌক্তিক, রবীন্দ্রবিরোধী এবং ঘোর রবীন্দ্র পুজোরীদের নিয়ে এ দুটো প্রবন্ধ। বিভূতিভূষণকে নিয়ে ‘বিভূতিভূষণ ও বাংলা সাহিত্যের আধুনিকতা’ প্রবন্ধে তিনি জানান বিভূতিভূষণের লেখার প্রতি তার মুগ্ধতা আবার যৌবণে এসে তার লেখা আধুনিক না আধুনিক নয় সে বিবেচনায় সাধুভাষার এলানো ব্যবহার আর লেখায় সেক্সুয়াল টেনশনের অনুপস্থিতিকে অনাধুনিক ভাবা। পরবর্তীতে প্রোঢ়ে এসে তার সে ভুল ভাঙ্গা।

‘সুধীন্দ্রনাথের দুঃসময়’ ও ‘প্রেমেনদা’ শিরোনামের প্রবন্ধ দু'টি আধুনিক কবিতার অন্য দুই তারকা সুধীন্দ্রনাথ ও প্রেমেন্দ্র মিত্রকে নিয়ে। সুধীনদ্রনাথের কবিতায় জটিল শব্দের আড়ালে যে সরলতা, আর প্রেমেন্দ্র মিত্রের লেখালেখি নিয়ে যে আলস্য তাও জানান।
‘সৈয়দদা’ প্রবন্ধে এসেছে সৈয়দ মুজতবা আলীর কথা, শিবরাম চক্রবর্তীর কথা এসেছে ‘সবার যিনি এক বয়েসী’ প্রবন্ধে। ‘বাংলা ছোটগল্পের তিন দিকপাল’ প্রবন্ধ ও এর পরবর্তী তিনটি প্রবন্ধ জগদীশচন্দ্র গুপ্ত, সতীনাথ ভাদুড়ী ও কমলকুমার মজুমদার নিয়ে। ‘বৈঠকী মেজাজের এক উপেক্ষিত সাহিত্যিক’ প্রবন্ধে বিবেকানন্দের অনুজ মহেন্দ্রনাথের লেখা নিয়ে আলোচনা করেছেন সুনীল।

বেশিরভাগ প্রবন্ধে বারবার আলোচনা হয়েছে জীবনানন্দ, বুদ্বদেব, কমলকুমার, সমরেশ, শক্তি চট্টোপাধ্যায়ের কথা, একটি প্রবন্ধ আছে নজরুলকে নিয়েও। দুই বা ততোধিক বিরতি দিয়ে দিয়ে বড় বড় বাক্যকে সুনীলের সিগ্নেচার বলা যায়। এবং সাহিত্যালোচনার চেয়ে স্মৃতিচারণমূলক বই বলা বেশি গ্রহণীয় আমার কাছে। বইটি ১৯৯৯ সালে আনন্দ পাবলিশার্স থেকে কলকাতায় প্রকাশিত হয়।

কবির নাঈম
জুন ১ ২০১৮
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Khaled Tamim.
53 reviews3 followers
March 30, 2020
সমসাময়িক কালের লেখকদের নিয়ে সুনীলের স্মৃতিচারণ ও লেখা সমালোচনা।বাংলা সাহিত্যের বিশালত্বের একটা রেশ পাওয়া যায়।কতকিছুই পড়া বাকি!
Profile Image for Preetam Chatterjee.
6,892 reviews370 followers
September 7, 2025
আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে তাঁর স্মরণে “আমার জীবনানন্দ আবিষ্কার ও অন্যান্য” নিয়ে কিছু কথা।

এই বইটি নিছক প্রবন্ধসংগ্রহ নয়, বরং সুনীলের ব্যক্তিগত সাহিত্যযাত্রার এক অন্তরঙ্গ দলিল। এখানে আমরা পাই তাঁর চোখে দেখা ২০ শতকের বাংলা সাহিত্যের অগ্রজ ও সমসাময়িকদের। জীবনানন্দ দাশকে তিনি যেন নতুন করে আবিষ্কার করেছিলেন—নিজেই বলেছেন, “আমি পাগলের মতন জীবনানন্দ দাশের ভক্ত হয়ে গেলাম।” সেই আবেগ বইটির কেন্দ্রবিন্দু। কিন্তু কেবল জীবনানন্দ নন, বুদ্ধদেব বসুকে ঘিরে তিনটি অধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণ, সমরেশ বসু কিংবা শিবরাম চক্রবর্তীর অজানা দিক—সবই এখানে জীবন্ত হয়ে উঠেছে সুনীলের গল্প বলার সহজাত ভঙ্গিতে।

পাঠক বইয়ের ভেতর দিয়ে খুঁজে পান লেখক সুনীলের থেকেও বেশি “ব্যক্তি সুনীল”কে। স্বচ্ছ, অকপট, কখনো অনুরাগে পূর্ণ, কখনো স্পষ্ট অপ্রিয় উচ্চারণে—তিনি দেখান তাঁর অগ্রজ ও সমসাময়িক সাহিত্যিকদের প্রতি ভালোবাসা ও দ্বিধাহীন রায়। ফলে প্রতিটি অধ্যায় নিছক সাহিত্যসমালোচনার আবর্তে আটকে না থেকে হয়ে ওঠে সম্পর্কের এক রঙিন আখর।

এই বইয়ের বিশেষত্ব হল—বাংলা সাহিত্যের মহীরুহদের জীবন ও ব্যক্তিত্ব পাঠকের কাছে অনায়াসে ঘনিষ্ঠ হয়ে ওঠে। বুদ্ধদেবের আতিথেয়তা, শক্তির বন্ধুত্ব, সমরেশের প্রাণোচ্ছলতা কিংবা শিবরামের বুদ্ধিদীপ্ত রসবোধ—সবই সুনীলের গদ্যের স্বাদে উজ্জ্বল।

তাঁর জন্মদিনে এই গ্রন্থ আবারও মনে করিয়ে দেয়, বাংলা সাহিত্য কেবল গ্রন্থপাঠ নয়, মানুষের সঙ্গে মানুষের হৃদ্যতার বন্ধনে গড়ে ওঠা এক অমূল্য অভিজ্ঞতা। “আমার জীবনানন্দ আবিষ্কার ও অন্যান্য” সেই অভিজ্ঞতারই অনন্য দস্তাবেজ।

অলমতি বিস্তরেণ।
Profile Image for Shahnewaz Shahin.
97 reviews6 followers
April 13, 2024
‘আমার জীবনানন্দ আবিষ্কার ও অন্যান্য ’ সুনীল গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন সময়ের লেখা প্রবন্ধ সংকলন । তবে শুধু প্রবন্ধ সংকলন না বলে স্মৃতিকথা বললেও খুব একটা ভুল হবে না।

মোট একত্রিশটি প্রবন্ধের মধ্যে তিরিশটি বিভিন্ন সময় প্রকাশিত প্রবন্ধ‚ এবং দুটি সংকলনে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ভূমিকা। প্রথম তিনটি প্রবন্ধ ‘আমার জীবনানন্দ আবিষ্কার’, ‘প্রজ্জ্বলন্ত সূর্য ও সাতটি তারার তিমির’, ‘ধানসিঁড়ি নদীর সন্ধনে’মূলত জীবনানন্দকে নিয়ে লেখা। প্রথম প্রবন্ধে লেখক জীবনানন্দের লেখার সাথে তার পরিচয় কীভাবে হলেন , তখনকার দিনগুলো কেমন ছিলো‚ ঝরা পালক থেকে সাতটি তারার তিমির পর্যন্ত তার লেখার তুলনামূলক সমালোচনা‚ তার লেখায় যে নতুনত্ব এনেছিলেন তিনি‚ ব্যক্তি জীবনানন্দের সাথে লেখকের পরিচয় আর তার প্রয়াণে তার মনোব্যথার কথা লিখেছেন। এখানে উল্লেখ করার মত একটি বিষয়‚ জীবনানন্দের সম্পূর্ণ নতুন এক ভাষার সাথে তার পরিচয়কে ‘চোখে ঘুসি পড়ার মত’ বলে উপমা দিয়েছেন। প্রজ্জ্বলন্ত সূর্য ও সাতটি তারার তিমির প্রবন্ধে লেখক বিভিন্ন আঙ্গিকে রবিঠাকুর ও জীবনানন্দের তুলনা করেছেন‚ লেখার পাশাপাশি তাদের পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়েও। এছাড়াও জীবনানন্দ প্রেমি সুনীল গঙ্গোপাধ্যায় ধানসিড়ি নদীর সন্ধানের স্মৃতিচারণ করেন। নির্বাচনি প্রক্রিয়ায় পর্যবেক্ষক হিশেবে বাংলাদেশে আসলে তিনি জীবনানন্দের কবিতায় বহুবার উল্লেখিত ধানসিড়ি নদীর সন্ধানে বের হন‚ সে কথাই বলেছেন এ প্রবন্ধে।

পরের চারটি প্রবন্ধ ‘আমাদের ঋণ’, ‘বুদ্ধদেব বসু’, 'টুকরো টুকরো স্মৃতি', 'বুদ্ধদেব বসুর জীবনাবসান' বুদ্ধদেব বসুকে নিয়ে লিখা। বুদ্ধদেব বসুর তরুণ লেখকদের প্রতি যে উদারতা দেখিয়েছেন তার কথা, বুদ্ধদেব বসুর পরিবারের সাথে তার ঘনিষ্ঠতা, তার লেখায় বৈচিত্রতা, কবিতায় আধুনিকতায় তার প্রভাব ইত্যাদি বিষয় লিখেছেন। 'একশো পঁচিশ বছরে রবীন্দ্রনাথ' ও 'আধুনিক ও আইয়ুব' প্রবন্ধ দু'টিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এসেছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ এখন কতটুকু যৌক্তিক, রবীন্দ্রবিরোধী এবং ঘোর রবীন্দ্র পুজোরীদের নিয়ে এ দুটো প্রবন্ধ। বিভূতিভূষণকে নিয়ে 'বিভূতিভূষণ ও বাংলা সাহিত্যের আধুনিকতা' প্রবন্ধে তিনি জানান বিভূতিভূষণের লেখার প্রতি তার মুগ্ধতা আবার যৌবণে এসে তার লেখা আধুনিক না আধুনিক নয় সে বিবেচনায় সাধুভাষার এলানো ব্যবহার আর লেখায় সেক্সুয়াল টেনশনের অনুপস্থিতিকে অনাধুনিক ভাবা।পরবর্তীতে প্রোঢ়ে এসে তার সে ভুল ভাঙ্গে ।

'সুধীন্দ্রনাথের দুঃসময়' ও 'প্রেমেনদা' শিরোনামের প্রবন্ধ দু'টি আধুনিক কবিতার অন্য দুই তারকা সুধীন্দ্রনাথ ও প্রেমেন্দ্র মিত্রকে নিয়ে। সুধীন্দ্রনাথের কবিতায় জটিল শব্দের আড়ালে যে সরলতা, আর প্রেমেন্দ্র মিত্রের লেখালেখি নিয়ে যে আলস্য তাও জানান। 'সৈয়দদা' প্রবন্ধে এসেছে সৈয়দ মুজতবা আলীর কথা, শিবরাম চক্রবর্তীর কথা এসেছে 'সবার যিনি এক বয়েসী' প্রবন্ধে। 'বাংলা ছোটগল্পের তিন দিকপাল' প্রবন্ধ ও এর পরবর্তী তিনটি প্রবন্ধ জগদীশচন্দ্র গুপ্ত, সতীনাথ ভাদুড়ী ও কমলকুমার মজুমদার নিয়ে। 'বৈঠকী মেজাজের এক উপেক্ষিত সাহিত্যিক' প্রবন্ধে বিবেকানন্দের অনুজ মহেন্দ্রনাথের লেখা নিয়ে আলোচনা করেছেন সুনীল।

‘সমরেশ দা’ ও ‘সমরেশ ছিলেন আসক্ত, রসিক , আবার উদাসীন,সন্ন্যাসীও’ প্রবন্ধে সমরেশ বসুর লেখা নিয়ে আলোচনা ও সেই সাথে একসাথে কাটানো দিনগুলোর কথা উঠে এসেছে। এছাড়াও একসাথে পত্রিকার লেখার কথা কিংবা থিয়েটার করার কথা বারবার এসেছে।

‘শক্তির সঙ্গে একটি দিন ’ টিলার উপর থেকে শক্তিকে ডানা মেলে উড়তে দেখেছি ’শক্তির কবিতা ’ ‘খেলাচ্ছলে দিনগুলি’ এই চারটি প্রবন্ধে লেখক বন্ধু শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচয় থেকে শুরু করে , একসাথে সাহিত্য সাধনা,প্রত্রিকা সম্পাদনা, আবার ‘কৃত্তিবাস ’ বের করা নিয়ে আলোচনা, শক্তি চট্টোপাধ্যায়ের লেখার আলোচনা কিংবা যুগলবন্দি করে লেখা বের করার কথা উঠে এসেছে।

বেশিরভাগ প্রবন্ধে বারবার আলোচনা হয়েছে জীবনানন্দ, বুদ্ধদেব, কমলকুমার, সমরেশ, শক্তি চট্টোপাধ্যায়ের কথা, একটি প্রবন্ধ আছে নজরুলকে নিয়েও। এছাড়াও পুরো ব‌ই জুড়ে বেশিরভাগ প্রবন্ধে যার খুব বিচরণ তিনি ছিলেন সিগনেট প্রেসের স্বত্বাধিকারী দীপক কুমার কিংবা ডিকে।
Profile Image for Debasish Ghosh.
22 reviews52 followers
May 30, 2021
সমসাময়িক সাহিত্যিকদের নিয়ে সুনীল গঙ্গাপাধ্যায়ের স্মৃতিচারণা । স্বচ্ছ, সাবলীল ভাষায় লেখা এই বইটি লেখক সুনীলের থেকেও ব্যক্তি সুনীলকেই বেশি করে কাছে আনে । জীবনানন্দের কবিতা যে তাঁর জীবনে এক বিশেষ স্থান অধিকার করে আছে সে ব্যাপারে লেখক যেমন উচ্ছসিত, আবার সুধীন্দ্রনাথ দত্তের কবিতা যে তাঁর খুব প্রিয় নয় সে ব্যাপারেও তিনি একেবারে স্পষ্ট ও অকপট । বুদ্ধদেব বসুর প্রতি তাঁর শ্রদ্ধা এবং প্রেমেন্দ্র মিত্রের প্রতি তাঁর বাৎসল্য সর্বজনবিদিত । শক্তি চট্টোপাধ্যায় ছিলেন তাঁর জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ - সুনীল-শক্তি বাংলা সাহিত্যে কবিতার জগতে এক অবিস্মরণীয় জুড়ী । শক্তি চট্টোপাধ্যায়ের স্মৃতি রোমন্থন এই বইয়ে এক বিশিষ্ট স্থান অধিকার করে বলাই বাহুল্য । আরো অনেক সাহিত্যিকদের সঙ্গে সুনীলের সখ্যতা নিয়ে রচিত এই বইটি পাঠকের কাছে এক হাল্কা অথচ মধুর সফর বলেই মনে হবে ।
Profile Image for Kripasindhu  Joy.
547 reviews
May 9, 2023
জীবনানন্দরে নিয়া লেখাগুলো একটু বেশি ভালো লাগসে।এক কবি আরেক কবির কবিতারে বেশ ভালোভাবে বিশ্লেষণ করতে পারসেন।বাকিগুলো কোনোটা ভালো কোনো লেখা মোটামুটি লেগেছে।তবে সুনীলের গদ্য হওয়ায় আরাম করে পড়ে ফেলা যায়
Displaying 1 - 12 of 12 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.