জানবার কথা দ্বিতীয় খণ্ড প্রকাশিত হলো। এতে বলা আছে মানুষের প্রথম যুগের ইতিহাসের কথা। প্রথম মানুষ থেকে প্রাচীন সভ্যতা পর্যন্ত। মিশরের নীল নদীর পার বরাবর প্রথম নগর সভ্যতা থেকে পাওয়া যায় মানুষের নিজের হাতে লেখা, নিজের তুলিতে আঁকা, নিজের হাতে গড়া নিজেস্ব ইতিহাসের চিহ্নগুলো। কিন্তু তাঁর আগে? মানুষ নিজের কথা কিছুই বলে যেতে পারেনি। বিজ্ঞানীদের নামতে হয়েছে মানুষের ঠিকানা খুঁজতে। কোথায় একটা ভাঙ্গা হাড়, কোথাও একটা ধারালো পাথর, কোথাও মাটির নিচে খুঁজে পাওয়া একটা পাত্রের ভাঙ্গা টুকরো এরকম ছোটো খাটো ছিড়ে যাওয়া গল্পের সূত্র ধরে মানুষের এগিয়ে যাওয়ার গোটা ছবিটা আঁকতে হয়েছে বিজ্ঞানীদের।
দেব্রীপ্রসাদ চট্টোপাধ্যায় (English: Debiprasad Chattopadhyaya) ভারতের কলকাতায় ১৯১৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতের একজন প্রখ্যাত মার্ক্সবাদী দার্শনিক। তিনি প্রাচীন ভারতের দর্শনের বস্তুবাদকে উদ্ঘাটন করেছেন। তাঁর লেখাগুলো একাধারে দর্শন ও বিজ্ঞানের সমন্বয়। এছাড়াও তিনি প্রাচীন ভারতের বিজ্ঞানের ইতিহাস ও বিজ্ঞানের পদ্ধতি সম্পর্কেও গবেষণা করেছেন। তিনি ১৯৯৩ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।