পশ্চিমের আদর্শ চরিত্র স্যাম রেডলিন। টেক্সাসে জন্মেনি সে, বরং খেয়ালের বশে এসে আটকা পড়ে গেছে। জড়িয়ে গেছে রোয়েনা ক্রকেট ও টাম্বলিং-সি র্যাঞ্চের সঙ্গে। সামান্য পাঞ্চার হিসাবে শুরু, কিন্তু দক্ষতা দিয়ে জয় করে নিয়েছে সবার মন। বন্ধু হিসাবে পেয়েছে দুর্ধর্ষ বন্দুকবাজ ড্যান বেণ্ডার, বেন ডেগনার ও এমেট পেকারকে। স্যামের জন্য প্রাণও বিলিয়ে দিতে প্রস্তুত ওরা। আর স্যাম? ওর হাতে গড়ে ওঠেনি বটে, কিন্তু ওর অনন্য নেতৃত্বের কারণেই কাউণ্টির সবচেয়ে সমৃদ্ধ র্যাঞ্চ হিসাবে নাম কিনেছে টাম্বলিং-সি। চার ডজন কাউহ্যাণ্ডকে সামাল দিতে দক্ষতার পরীক্ষা দিতে হয় না বটে, কিন্তু কুচক্রী ও ধুরন্ধর শত্রুদের শায়েস্তা করতে সামর্থ্যের শীর্ষে উঠতে হয়!