ফ্রান্সিস সমগ্র #১ -------------------------------------------- এই খণ্ডে প্রকাশিত গল্পগুলো :- - সোনার ঘণ্টা - হীরের পাহাড় - মুক্তোর সমুদ্র - তুষারের গুপ্তধন। -------------------------------------------- দুঃসাহসী ফ্রান্সিস আর তার বন্ধুদের গল্প প্রথম "শুকতারা"পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। দেশ, কাল, মানুষ সবই ভিন্ন, তবু গভীর আগ্রহ নিয়ে কিশোর কিশোরীরা গ্রহণ করে নেয় ফ্রান্সিসের আডভেঞ্চার সমুহ।
ফ্রান্সিস আর তার বন্ধুদের দুঃসাহসী অভিযানের সমগ্র কাহিনী একটি বইয়ের মধ্যে পেয়ে কিশোর কিশোরীরা খুশী হবে, এই আশাতেই "ফ্রান্সিস সমগ্র" মোট ৯টি খণ্ডে প্রকাশিত হয়েছে।
এই প্রথম বুঝতে পারলাম যে শুধুমাত্র পরিবেশিত খাবার সুস্বাদু হলেই যে রসনা-তৃপ্তি হবে এমনটা নয়। যদি সেই সুস্বাদু খাবারটি একটি অতীব ময়লা প্লেটে পরিবেশিত হয় তবে খাবারটির সুস্বাদু হওয়াটা অস্তিত্ব হারিয়ে ফেলে।
এই বইটির ক্ষেত্রেও তাই হয়েছে। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এই বইটি সবচেয়ে বেশি মুদ্রণ প্রমাদ বা প্রিন্টিং মিস্টেক সম্পন্ন বইয়ের জন্য জায়গা করে নিতে পারে। প্রতি পাতায় গুচ্ছগুচ্ছ বানান ভুল। এক জায়গায় লেখা থাকার কথা - গর গর শব্দ করতে করতে। সেটি ছাপা হয়েছে গরু গর্শব্দ কতে করতে। এরকম হাজারো ভুল রয়েছে এই ৩৪০ পাতার বইতে।
এই বইটির পুরোনো লেটারপ্রেস প্রিন্টিং সংস্করণের পিডিএফ ইন্টারনেটে এভেলেবল রয়েছে। সেখানে বানান থেকে শুরু করে অলংকরণ সবই দিব্য ছাপা। সেইসব পুরোনো বই থেকে রি-টাইপ করে ডিজিট্যালাইজ করতে গিয়েই বইটির গুষ্টিরপিণ্ডি পাকিয়ে গেছে। নারায়ণ দেবনাথের অলংকরণগুলোও রেহাই পায়নি। দেশলাইয়ের বাক্সের সাইজে ছাপানো হয়েছে অলংকরণগুলি, জায়গা বাঁচানোর জন্য এবং সবই আবছা/পিক্সেলেটেড। টেকনোলজির উন্নতির সাথে উজ্জ্বল সাহিত্য মন্দিরের কাজ আগে এগোনোর বদলে পিছনে পিছিয়ে অভূতপূর্ব নজির তৈরী করল।
বইয়ের কন্টেন্ট সেরা। বাংলায় অ্যাডভেঞ্চার জ্যঁরের অন্যতম সেরা কাজ এই ফ্রান্সিস সিরিজ। ফ্রান্সিস ও তার ভাইকিং বন্ধুদের জাহাজে সফর, নানা দুর্গম অঞ্চল থেকে ধনসম্পদ উদ্ধার, বিপদে পড়া এবং তা থেকে মুক্তি - কী নেই এই বইয়ের চারটি উপন্যাসে (সোনার ঘন্টা, হীরের পাহাড়, মুক্তোর সমুদ্র, তুষারে গুপ্তধন)। প্রতিটি কাহিনিই আগেরটির সাথে ডাইরেক্টলি যুক্ত। আগেরটি যেখানে শেষ হয়েছে পরেরটি সেখানেই শুরু হয়েছে, তাই পুরো বইটাই একটা গোটা কাহিনি বলে মনে হয়। সোনার ঘন্টায় ফ্রান্সিসের ইন্ট্রোডাকশন থেকে শুরু হয়ে তুষারে গুপ্তধনে ফ্রান্সিসের জীবনের এক খুশির ঘটনায় শেষ হওয়ায় পুরো বইটিকে একটা কমপ্লিট প্যাকেজ বলে মনে হয়।
কিন্তু ভাই রে ভাই বানান ভুল। এত সুন্দর সিরিজ একটা আনাড়ি প্রকাশকের হাতে পড়ে প্রচারও পেল না, সুযোগ্য সম্মানও পেল না। অথচ কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় মার্কেটে এদের দোকানে যান, ফ্রান্সিস নিয়ে এরা ৩০ মিনিট ভাষণ দিয়ে দেবে যে ফ্রান্সিস এদের গর্ব। ফ্রান্সিস আসলে থাকলে প্রকাশকের কপালে খুব দুঃখ ছিল।