ঢাকার মণিপুরী পাড়ার 'ড্রিম হাউজ'টা চেনেন ?ওই যে ভিক্টোরিয়ান স্টাইলে তৈরি ৮/১০ নম্বর বাড়িটি, যার প্রেমে পড়ে গিয়েছিল রোজমেরী হাসান। তবে সাবধান, ড্রিম হাউজ-এর ফ্ল্যাট কম ভাড়ায় পাওয়া যাবে শুনলে ভুলেও ওদিকে পা বাড়াবেন না। তা হলে আপনিও হতে পারেন প্রতিবেশীর ছদ্মবেশধারী একদল ভয়ঙ্কর পিশাচের গা হিম করা চক্রান্তের শিকার!
Ira Levin-এর Rosemary's Baby'র ছায়া অবলম্বনে রচিত।
জন্ম ৫ ডিসেম্বর ১৯৬৯। জন্মস্থান বরিশাল, পিতা প্ৰয়াত লক্ষী কান্ত দাস। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনার্স সহ এম, এ করেছেন। ১৯৯৫ সালে | লেখালেখির প্রতি অনীশের ঝোক ছেলেবেলা থেকে । ছাত্রাবস্থায় তিনি দেশের শীর্ষস্থানীয় সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্রিকাগুলোতে চিত্তাকর্ষক ফিচার, গল্প এবং উপন্যাস অনুবাদ শুরু করেন । হরর এবং থ্রিলারের প্রতি তাঁর ঝোকটা বেশি। তবে সায়েন্স ফিকশন, ক্লাসিক এবং অ্যাডভেঞ্জার উপন্যাসও কম অনুবাদ করেননি। এ পর্যন্ত তাঁর অনুদিত গ্ৰন্থ সংখ্যা ১০০’র বেশি। অনীশ দাস অপু লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা পেশায় জড়িত। তিনি দৈনিক যুগান্তর- এ সিনিয়র সাব এডিটর হিসেবে কাজ করেছেন । তবে লেখালেখিই তার মূল পেশা এবং নেশা ।
মুহম্মদ জাফর ইকবালের প্রেত বই এবং আরো বেশ কিছু প্রেত বিষয়ক ভৌতিক বই আমার অলরেডি পড়া হয়ে গেছে। শয়তানের উপাসক বা এ সম্বন্ধীয় গল্পের বইগুলো প্রায় একই রকম বলাই যায়। এই বইটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম তেমন কিছু হয়নি বা আমার কাছে মনে হয়নি।।
যাই হোক শেষের অংশটা বিন্দুমাত্র ভালো লাগেনি। যদিও এটা মানতে হবে বইটি পড়ার সময় যখন আরো গভীরে প্রবেশ করলাম, প্রতিটি অধ্যায়ের ভেতর রোমাঞ্চ, আতঙ্ক, ভয় ছিল। তবে আমি মোটামুটি ধারণা করতে পারছিলাম যে বইটি আসলে কোথায় যাচ্ছে বা কোথায় গিয়ে শেষ হতে পারে। শেষের অংশটুকু বাদে বলতে হবে বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল এই বইটি পড়া। তবে ভালো লাগবে যারা শয়তান বা এই বিষয়ক ভৌতিক গল্পগুলো কম পড়েছেন তাদের কাছে ভালো লাগবে বলে মনে হয়। আবারো বলছি শেষের অংশটুকু আরো ভালো হতে পারতো তবে হয়নি এটাই একটু হতাশ করেছে আমাকে। ফ্লোরা রোজমেরি হাসান ভদ্রমহিলার (গল্পের প্রধান চরিত্র) জন্য খুবই খারাপ লেগেছে সেটা বলাই বাহুল্য। লেখক তার সরলতা, ভদ্রতা এবং সর্বশেষ অসহায়ত্ব খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন বলতে হবে। তবে তার ভাগ্য যে এতটা খারাপ হবে সেটা অবশ্য আমি ভাবতে পারিনি। যাই হোক খারাপ লেগেছে এটাই সত্যি কথা।।
এই বইয়ের জন্য আমার রেটিং ৩, ভবিষ্যতের একই লেখকের কোন বইটি আমাকে সন্তুষ্ট করে সেটাই এখন দেখার বিষয়।।