আবদুল্লাহ আবু সায়ীদের চতুর্থ বক্তৃতার বই এটি। এতে উনার ১০টি বক্তৃতাকে লিখিতরূপে সংকলিত করা হয়েছে।
উনাকে কেন আলোকিত মানুষ গড়ার কারিগর বলা হয়, তা উনার বক্তৃতা সংকলন পড়েই বুঝতে পারছিলাম। উনার প্রত্যেকটি কথা-ই তথ্যবহুল, সহজ, হৃদয়ে ও মমনে আলোড়ন তুলে চিন্তার উদ্রেক করে।
সবচেয়ে ভালো লেগেছে যে বক্তৃতাগুলো তা হল - যুগান্তরের প্রতীক্ষায়, রবীন্দ্রনাথের শিক্ষা-স্বপ্ন, স্বপ্নের দূত, দি ওল্ড ম্যান এন্ড দ্য সি, এবং আলোর ফেরীওয়ালা।