বাক্সগুলো সাধারণত আমরা জন্মসূত্রে পেয়ে থাকি। পরিবার থেকে, সমাজ থেকে। বাক্সগুলো আরামদায়ক—তাতে যে আমরা বন্দী আছি সে বোধটা আসে না মোটেই। বাক্সের ভেতরে আবর্তিত হয় নাওয়া-খাওয়া-ঘুম-বংশবৃদ্ধির চক্র। নিতান্তই গৃহপালিত পাশবিক জীবনযাপন!
বাক্সের বাইরেটা আলোকিত, তাতে অনেক কিছুর আসল রংটা বোঝা যায়। সেখানে বাঁচাটা অসহজ, তবে আনন্দের। বাক্সের বাইরের পথটা আপাত দুর্গম হলেও তার শেষে অকল্পনীয় প্রাপ্তি আছে।
এ বইটার লেখাগুলো না গল্প, না প্রবন্ধ—দেশ, সমাজ, ধর্ম, জীবন, সম্পর্ক সবকিছুকে অন্য আঙ্গিকে দেখার প্রয়াস থেকে লেখা। বাক্সের বাইরে বাঁচার চেষ্টা করছে এমন একজন মানুষের লেখা। বাক্সের বাইরে ভাবতে চায় এমন মানুষদের জন্য লেখা।
শরীফ আবু হায়াত অপু. Sharif Abu Hayat Opu's place of birth is Jessore, Hometown Dinajpur. He grew up in Dhaka.
He graduated from St. Joseph High School and College. Did his B.Sc. in Genetic Engineering & Biotechnology from University of Dhaka. Did research works on Stress Genetics and Stress Physiology from Purdue University, Fort Wayne Campus for his M.Sc.
He is currently enrolled in Islamic Online University (IOU). ICD (Institute of Community Development) and OIEP (Open Islamic Education Program) provided conventional learning in Islam. Currently working to establish Shorobor, a socio-economical development organization.
বাক্সের ভেতর বন্দী থাকা আমাদের মন মানসে জোরালো ধাক্কা দেয়ার মতো কিছু লেখার সংকলন এই বইয়ে। একবার পড়ে ভুলে গেলে চলবে না, বার বার পড়তে হবে। শুধু পড়লেই হবে না, নিজের জীবনের সাথে মেলাতে হবে। একজন মুসলিম হিসেবে নিজের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা কতটুকু, আমরা কি করছি, আর কি করা উচিত তাঁর সম্যক ধারণা পাওয়া যায় বইটিতে। আল্লাহ লেখককে উত্তম প্রতিদান দান করুন। এই আলোর রোশনাই মন থেকে মনে ছড়িয়ে দিয়ে একটি আলোকিত সমাজ গড়ার প্রচেষ্টায় আমাদের শামিল করুন।
২০১৫ সালে পড়েছিলাম এবং আবার পড়লাম । আমার প্রিয় বইগুলোর তালিকায় এটা প্রথম সারির বই গুলোর একটি । অন্তত একবার হলেও পড়ার অনুরোধ থাকলো । বার বার পড়ার মতো একটি বই <3