কমিক্স’ অর্থাৎ ছবিতে গল্প, ‘গ্রাফিক্স’ অর্থাৎ গল্পতে ছবি দুইয়ে মিলে ছবি আর ছবি! এই পত্রিকায় সংকলিত হল প্রায় সাড়ে পাঁচশো সাদাকালো অলংকরণ, দেড়শো রঙিন অলংকরণ, একশো পাতা কমিক্স, পঁচিশটি দুষ্প্রাপ্য আলোকচিত্র। এই সংখ্যায় মোট কুড়ি জন শিল্পীর কাজের উপর আলোকপাত করা হল। বাংলা তথা ভারতে কমিক্স ও গ্রাফিক্স একত্রে নিয়ে এইরকম বৃহৎ কলেবর পত্রিকা সম্ভবত আর নেই।
বাংলা কমিক্সের ক্ষেত্রে উৎসাহব্যঞ্জক পরিস্থিতি নিয়ে সংশয় আছে! কারণ বাংলা প্রকাশনার সঙ্গে যুক্ত মহলে কমিক্স সম্বন্ধে তাচ্ছিল্যের সঙ্গে যুক্ত হয়েছে শিল্পীদের অনাগ্রহ। এছাড়া লেখক ও পাঠকের মধ্যে একটা যোগাযোগ থাকলেও শিল্পী ও পাঠকের মধ্যে কোন যোগাযোগ নেই, শিল্পীর কাজ দেখে আগ্রহ বোধ করলেও পাঠক তাঁর প্রশংসা বা সমালোচনা কোনটাই শিল্পীকে জানাতে পারেন না। ঠিক এই পরিস্থিতিতে আমাদের এই পত্রিকা প্রকাশের পরিকল্পনা। আমাদের লক্ষ্য পাঠকদের কাছে কমিক্স ও অলংকরণের ঐতিহ্য ও ভূমিকার কথা তুলে ধরা, তার সঙ্গে পুরনো-নতুন শিল্পীদের পরিচয় ও কাজের নিদর্শন উপস্থিত করা। ‘কমিক্স ও গ্রাফিক্স’ পাঠকের সাথে শিল্পীদের যোগাযোগের সেতু বন্ধন করবে।
আমার পাঠতালিকার সব শেষে পড়ে থাকা বই। সেই উনিশ সনে শুরু করেছিলাম, আজ দুই বছর অতিক্রান্ত হয়ে শেষ হলো। সত্যজিৎ রায়, বিমল দাস, ময়ূখ চৌধুরী, গৌতম কর্মকার, সুফি, নারায়ণ দেবনাথ থেকে সুব্রত গঙ্গোপাধ্যায়, উদয় দেব, দেবাশীষ দেবের অলংকরণ, ব্যঙ্গচিত্র, চিত্রকথা এবং অবশ্যই তাঁদের জীবন বিধৃত রয়েছে পাতায় পাতায়। পশ্চিমবঙ্গের হৃত আঁকিয়েদের পুনরুদ্ধারে শান্তনু ঘোষ বা বিশ্বদেব গঙ্গোপাধ্যায় প্রশংসার্হ হয়েছেন। তবে বেশ কিছু রচনায় ভালো ভালো বিশেষণ বিমূর্তভাবে সংস্থাপিত হয়েছে; ফলে পরিমাপ করতে ব্যর্থ হয়ছি। আবার বেতালের চিত্রকথাই ধরা যাক, তার পূর্বপুরুষ, সঙ্গিনী, বন্ধুবান্ধব, শত্রু—এসব চিত্রকথার স্ট্রিপগুলোয় পড়েই মজা, টানা লেখায় নয়। তবে চিত্রকথা বিশ্লেষণ—তাঁতাঁ (Tintin)-র ওপর রচনাটা যেমন। রোভার্সের রয় চিত্রকথা সম্পর্কে পড়ে তো বেশ রোমাঞ্চিতই হচ্ছি! সাথে সাথে খুঁজেছি এখন ক্রীড়া-চিত্রকথা কী কী বের হয়। আমার ধারণা, এই মুহূর্তে বাংলাদেশে ক্রিকেট নিয়ে চিত্রকথা বের করলে তা বেশ ব্যবসায়-সফল প্রকল্প হবে।
ভারতের বিভিন্ন ম্যাগাজিনে কাজ করছেন এমন বেশ কিছু প্রখ্যাত শিল্পীদের কাজকর্ম নিয়ে লেখা হয়েছে বইটি। এছাড়াও রয়েছে চলমান অশরীরী (বেতাল) নিয়ে বিস্তারিত আলোচনা।এবং লেখার মাঝে মাঝে রয়েছে বেশ কিছু কমিকস।