টেক্সট বই। খুব একটা ছাত্রবান্ধব নয়। বাহুল্যতায় ভরা। অনেকটা নোট বইয়ের মতো হয়ে গিয়েছে। একই তথ্যের অনেকবার পুনরাবৃত্তি হয়েছে যা বিরক্তিকর। একই প্যারা বার বার দিয়ে দেয়া। নোট বই হলে কথা ছিল, অনেকসময় ভিন্ন রকম প্রশ্নের একই রকম উত্তর থাকে। কিন্তু টেক্সট বইয়ের লেখকের কী সমস্যা? বাক্য গঠন আর বানানে অনেক ত্রুটি। পড়তে গেলে মনে হয় যেন কোনো যান্ত্রিক অনুবাদ পড়ছি। অনেকটা আজকের অনুন্নত গুগল ট্রান্সলেটের মতো।