লোকায়ত বাংলার বই-এর সংগীতমুকর বাংলা, বিবাহ উৎসব, নৌকা বাইচ, খোলা হাওয়ার নাটক, পল্লীমেলা, লোক-গল্প, খেলাধুলা, ঘাটু গান, পাটকাটার গান, ঈদ উৎসব, দুর্গোৎসব আর নাইওর এর মতো হারিয়ে সংস্কৃতিগুলো বিশদ বর্ণনা দেয়া হয়েছে । লেখন অত্যন্ত প্রঞ্জল ভাষায় উদাহরণ সহ উৎসব,ঘটনাগুলোর বর্ণনা দিয়েছেন । পড়ার সাথে সাথে নিজেকে যেন নিয়ে যাচ্ছিলাম সেই ২৫ বছর আগের নিজের জীবনে দেখা সময়ে ।