বইটা একই সাথে বাংলা আর ইংরেজি। বাংলা লাইনের ফাঁকে ফাঁকে ইংরেজি। লেখক হয়তো কারো কারো প্রয়োজনে সুন্দর করতে চেয়েছিলেন, কিন্তু এটা বাজে হয়েছে। আর যে বাংলাগুলো আছে এগুলো সাধু ভাষায় লেখা। আমি বুঝে পাই না আজ এতগুলো দশক ধরে সাধু ভাষা মৃত হয়ে থাকার পরেও কীভাবে আজকালকার টেক্সট বই সাধু ভাষায় লেখা হয়। :/ লেখকের কি দিন দুনিয়ার বই পুস্তক সম্বন্ধে কোনো খোঁজ খবর নাই? লেখক কি বুঝতে পারেন না সাধু ভাষার একটা টেক্সট বই পড়ার সময় ছাত্র-ছাত্রীদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়?