What do you think?
Rate this book


95 pages, Hardcover
First published January 1, 1999
যে একা একা অন্যের মাল গোপনে আত্মসাৎ করে তাকে বলে চোর, যে সদলবলে অন্যের মাল জোর করে আত্মসাৎ করে তাকে বলে ডাকাত। আর যে ডাকাত একটা দেশ লুট করে তাকে বলে বীর!
...এক কথায় বলা চলে, তিনি হচ্ছেন শাইলক দ্য গ্রেট। আপনারা অদূর ভবিষ্যতে আর ভগবান খোদা বা বিধাতার ভরসা করবেন না, তখন বলবেন- শাইলক আমায় রক্ষা করো! শাইলক যারে দেয় ছাপ্পড় ফুঁড়ে দেয়! শাইলক মেঘ দে পানি দে, শাইলক মেঘ দে! রাখে শাইলক মারে কে! এমনি সব নতুন প্রবচনে আপনার ভাষা সমৃদ্ধ হবে৷ অর্থাৎ শাইলক অমনিপ্রেজেন্ট, অমনিসায়েন্ট, অমনিপোটেন্ট! তার হাত থেকে কারো নিস্তার নেই!
শাইলকের সাম্রাজ্যে কোনো মানুষ জীবিত নয় মৃতও নয়, বিক্রিত। কোনো বিক্রিত মানুষ বাঁচতেও পারে না, মরতেও পারে না।